
মোঃ মহিবুল ইসলাম।।
কুমিল্লার নাঙ্গলকোটে পচা মাছ নিয়ে সংঘর্ষে নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পৌরসভার ৭ নং ওয়ার্ড মান্দ্রা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, সামছুর জোহার সাথে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ ছিলো পাশ্ববর্তী জালালের সাথে। বৃহস্পতিবার (৬ জুলাই) পচা মাছ ফেলা কে কেন্দ্র করে তাদের সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে সামছুর জেহা (৬৫) তার স্ত্রী রাহেলা বেগম (৫৫) এবং সামছুর জোহার নাতি সিদ্দিক আহমেদ সোহান (১৩) কে দেশীও অস্ত্র ও রট দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই গ্রামের তরো আলীর ছেলে জালাল (৬০) তার মেয়ে নাজমা বেগম (৩৫) নাজমার ছেলে নাহিদ (১৮) মৃত বেলালের ছেলে সবুজ (২০) এর বিরুদ্ধে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এই ঘটনায় আহত সামছুর জোহার স্ত্রী রেহালা দাবি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
আহত সামছুর জোহা বলেন, আমাকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে এই হামলা করা হয়। আমাকে বাঁচাতে গেলে আমার স্ত্রীর স্পর্শকাতর জায়গাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে আহত করে।
অভিযুক্ত জালাল দোষ শিকার করে বলেন, সামছুর জোহা ও তার স্ত্রীও আমার মেয়েকে মেরে আহত করেছে, সে এখন চিকিৎসাধীন।
পৌর কাউন্সিল জামাল হোসেন সোহাগ বলেন, ঘটনা সত্য, আমি হসপিটালে গিয়ে তাদের কে দেখে আসছি।
নাঙ্গলকোট থানার এসআই রবিউল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে।