আলমগীর হোসেন।।
শনিবার সকালে টাউন হল মুক্তিযোদ্ধা কর্নারে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট আয়োজিত মিলাদ মাহফিলে সকল জীবিত মুক্তিযোদ্ধােদের জন্য দোয়া চেয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনা করা হয়। এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদ্ধা সন্তানদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল। ডেপুটি কমান্ডার শৈলপতি নন্দন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর কমান্ডার মকবুল হোসেন ভূইয়া, সহকারী কমান্ডার জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ফজলুর রহমান সরকার, জামাল খান, আব্দুল মমিন, প্রমোদ রঞ্জন চক্রবর্তী, গোলাম হোসেন চৌধুরী, রফিজ উদ্দিন সহ অন্যন্য বীর মুক্তিযোদ্ধাগন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাসুম হামীদ এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক এ কে এম জামাল উদ্দিন তুষার, দপ্তর সম্পাদক তসলিমা সুলতানা, তিথি চক্রবর্তী, কামরুল নাহার সুমি, কাশেম চৌধুরী, ওমর ফারুক বাবলু, ফেরদৌস রায়হান খন্দকার সজীব, আলমগীর হোসেন ইমন, আবু ইসলাম সহ আরো অনেকে।