০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রথমবারের মতো কুবিতে পিএইচডি প্রোগ্রাম চালুর সুপারিশ কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ফ্যান-লাইট ও ফ্রিজের মাসিক বিল ১ লাখ ৬৭ হাজার টাকা! কুবি শিক্ষার্থীকে হত্যাকারীর শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ কুমিল্লায় ছাগল চুরি করতে গিয়ে ধরা খেল ৬ জন; গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কুবিতে নতুন করে চালু হচ্ছে ১৮ টি বিভাগ ও ৪টি ইনস্টিটিউট কুমিল্লায় ফজরের নামাজে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রবাসী যুবক নিহত কুমিল্লায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর নালার গর্ত থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় নিখোঁজের একদিন পর কমিশনারের ছেলের মরদেহ উদ্ধার দুই একটা দলের সঙ্গে আলাপ করে দেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না -হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আমেরিকাতে দুর্বৃত্তের গুলিতে কুমিল্লার ব্যবসায়ী নিহত

  • তারিখ : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • 16

মোঃ জহিরুল হক বাবু।।
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আবুল হাশিম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন (৪২)। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায় বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামে। তার বাবার নাম- জুলফিকার আহমেদ।

আবুল হাশিম দীর্ঘ ১৮ বছর ধরে আমেরিকাতে ব্যবসা করে আসছে।

এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে দেশটিতে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাসা গ্রান্দে এলাকায় স্থানীয় সময় রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রে গত পাঁচ দিনে দ্বিতীয় বাংলাদেশি নিহত হওয়ার খবরে আমরা আতঙ্কিত। সর্বশেষ শিকার হলেন আবুল হাশিম।

আরিজোনাস্থ বাংলাদেশি কমিউনিটির নেতা এবং ফোবানার সাবেক চেয়ারম্যান মাহাবুব রেজা রহিম জানান, কাসা গ্রান্দে সিটির সানল্যান্ড জিন রোড এবং ওয়েস্ট কংকোর্ডিয়া ড্রাইভে অবস্থিত ‘সানলাইট মার্কেট’এ রোববার সকাল সোয়া ৭টায় বন্দুকধারী দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই মারা গেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার আবুল হাশিম।

পিনাল কাউন্টি পুলিশ জানায়, সংবাদ পেয়ে ওই স্টোরে পৌঁছার পর মেঝেতে নিথর দেহ পড়েছিল আবুল হাশিমের। গুলিবিদ্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, ডাকাতির উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে। ঘণ্টা তিনেকের মধ্যে ঘাতক হিসেবে সন্দেহভাজন এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

নিহতের ছোট ভাই মোঃ রুহুল আমিন কুমিল্লা নিউজকে জানান, ৬ বছর বয়সী এক পুত্র এবং দুই বছরের একমাত্র কন্যাসন্তানম স্ত্রী ও বাবা-মাকে নিয়ে বসতি গড়েছিলেন আবুল হাশিম। তার ৭ ভাই-বোনের সবাই বাস করেন একই সিটিতে।

পরিবারের সকলেই যেহেতু যুক্তরাষ্ট্রে থাকে তাই যুক্তরাষ্ট্রেই তাকে দাফন করা হবে। এদিকে আবুল হাশিমের মর্মান্তিক এই মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

error: Content is protected !!

আমেরিকাতে দুর্বৃত্তের গুলিতে কুমিল্লার ব্যবসায়ী নিহত

তারিখ : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

মোঃ জহিরুল হক বাবু।।
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আবুল হাশিম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন (৪২)। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায় বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামে। তার বাবার নাম- জুলফিকার আহমেদ।

আবুল হাশিম দীর্ঘ ১৮ বছর ধরে আমেরিকাতে ব্যবসা করে আসছে।

এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে দেশটিতে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাসা গ্রান্দে এলাকায় স্থানীয় সময় রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রে গত পাঁচ দিনে দ্বিতীয় বাংলাদেশি নিহত হওয়ার খবরে আমরা আতঙ্কিত। সর্বশেষ শিকার হলেন আবুল হাশিম।

আরিজোনাস্থ বাংলাদেশি কমিউনিটির নেতা এবং ফোবানার সাবেক চেয়ারম্যান মাহাবুব রেজা রহিম জানান, কাসা গ্রান্দে সিটির সানল্যান্ড জিন রোড এবং ওয়েস্ট কংকোর্ডিয়া ড্রাইভে অবস্থিত ‘সানলাইট মার্কেট’এ রোববার সকাল সোয়া ৭টায় বন্দুকধারী দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই মারা গেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার আবুল হাশিম।

পিনাল কাউন্টি পুলিশ জানায়, সংবাদ পেয়ে ওই স্টোরে পৌঁছার পর মেঝেতে নিথর দেহ পড়েছিল আবুল হাশিমের। গুলিবিদ্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, ডাকাতির উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে। ঘণ্টা তিনেকের মধ্যে ঘাতক হিসেবে সন্দেহভাজন এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

নিহতের ছোট ভাই মোঃ রুহুল আমিন কুমিল্লা নিউজকে জানান, ৬ বছর বয়সী এক পুত্র এবং দুই বছরের একমাত্র কন্যাসন্তানম স্ত্রী ও বাবা-মাকে নিয়ে বসতি গড়েছিলেন আবুল হাশিম। তার ৭ ভাই-বোনের সবাই বাস করেন একই সিটিতে।

পরিবারের সকলেই যেহেতু যুক্তরাষ্ট্রে থাকে তাই যুক্তরাষ্ট্রেই তাকে দাফন করা হবে। এদিকে আবুল হাশিমের মর্মান্তিক এই মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।