মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ (২৪-৩০) জুলাই উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান, র্যাল, পোনামাছ অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে মৎস্য সম্পদ উন্নয়নে সরকারের সাফল্যে বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গন পুকুরে ৩০ কেজি কার্প জাতীয় পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। অনুষ্ঠানে মৎস্য চাষে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজনকে সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে পুরষ্কৃত করা হয়।
দেশীয় মাছ চাষে মো. মোজাম্মেল হক, পাঙ্গাস মাছ চাষে জসিম উদ্দিন, পাবদা/গুলশা মাছ চাষে নাজমুল হক মোল্লা, তেলাপিয়া মাছ চাষে মো. আনিছুর রহমান ও কার্প মিশ্র চাষে গিয়াস উদ্দিন মাষ্টারকে মৎস্য চাষে অবদান রাখায় সম্মাননা স্মারক পুরষ্কার প্রদান করা হয়।
এসময় পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা জাহিদ হাছান, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহম্মেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াছমীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page