
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আব্দুর রাজ্জাক খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের বৃক্ষরোপন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় স্কুল প্রাঙ্গনে আব্দুর রাজ্জাক খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও অ্যালামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন খাঁন চৌধুরী।
অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম মাসুক এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের। এসময় শাহ আলম মেম্বার, সিদ্দিকুর রহমান মেম্বার, জাকিয়া সুলতানা, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আবদুল খালেক ও আবদুল হান্নান, কমিটির উপদেষ্টা হাজী মো. আলাউদ্দীন ও মুমিনুল হক সরকার, কমিটির সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা বাপ্পী, সহ-সভাপতি শাহিন আলম ভূইয়া, সহ-সভাপতি শাহিন আলম জয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছালাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক।
প্রচার সম্পাদক কাজী শাহিন আলমসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির প্রায় ১শত গাছের চারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও বিদ্যালয়ের ভেতর রোপন করা হয়। অনুষ্ঠান শেষে আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা সুন্দর ও ঝাঁকঝমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।