আলমগীর হোসেন।।
কুমিল্লায় মঞ্চায়ন হলো আলাউদ্দিন আল আজাদ রচিত ও মামুনুল হক নির্দেশিত নাটক “নরকে লাল গোলাপ”
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লার ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় ‘চিরায়ত বাংলা নাটক মঞ্চায়ন’ কার্যক্রমের অংশ হিসেবে মঞ্চায়ন হলো বরেণ্য সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ রচিত ও মামুনুল হক নির্দেশিত নাটক “নরকে লাল গোলাপ”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার নবাগত জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য হাসান ইমাম মজুমদার।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। মাহতাব সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।
নাটক মঞ্চায়নের পর জেলা প্রশাসক সংশ্লিষ্ট কলাকুশলীদের লাল গোলাপের শুভেচ্ছা জানান।
আরো দেখুন:You cannot copy content of this page