আলমগীর হোসেন।।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবসে জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা প্রাঙ্গণে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রবিবার সকালে (২২শে শ্রাবণ ১৪৩০বঙ্গাব্দ/৬ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ) নজরুল পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অশোক বড়ুয়ার সভাপতিত্বে প্রথমে জেলা শিল্পকলা একাডেমির পক্ষে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ সহ অন্যন্যরা।
এছাড়াও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, নজরুল পরিষদ, যাত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে ম্যুরালে সংগীত ও কবিতা আবৃত্তি করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা।