০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা কুমিল্লায় ৪ বছরের শিশু ধর্ষণ, প্রধান আসামি বাবু গ্রেফতার মুরাদনগরে ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন বাংলাদেশের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মনোহরগঞ্জে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

  • তারিখ : ১০:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • 45

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দুটি ওয়ার্ড কমিটি নিয়ে ইউপি চেয়ারম্যানের অপপ্রচারের বিরুদ্ধে ওই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ‌সমর্থিতরা মিছিল ও মানববন্ধন করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

হাসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ আব্দুল মতিন বাবুল জানান, ‘আমাদের অভিভাবক এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের জন্য আমাকে দায়িত্ব দেন।

স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দের পরামর্শ এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দিকনির্দেশনায় ইতিপূর্বে ৭টি ওয়ার্ড কমিটি গঠন করি। নির্বাচন ঘনিয়ে আসায় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দিকনির্দেশনা ও স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দের পরামর্শে গত ১ অক্টোবর অবশিষ্ট ২ ও ৮নং ওয়ার্ড কমিটি অনুমোদন দেই। এতে ইউপি চেয়ারম্যানের প্রস্তাবিত লোকজনের বিরুদ্ধে স্থানীয় নেতা-কর্মীদের নানা অভিযোগ থাকায় তাদের সভাপতি-সেক্রেটারী পদে রাখা হয়নি।

এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান কামাল হোসেন, তার মামাতো ভাই ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলামের (সাবেক মেম্বার) নেতৃত্বে হাসনাবাদ এলাকায় ২০/২৫ জন লোক এনে মিছিল করেছে। মিছিলে তারা আমার বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ শ্লোগান দেয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’।

সৈয়দ আব্দুল মতিন আরও বলেন, মন্ত্রীর ইজ্জতের দিকে চেয়ে নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করছি। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা বিগত ১২/১৪ বছরে কোন কমিটি দূরের কথা, এলাকার উন্নয়ন কিংবা দলের স্বার্থে কোন অবদান রাখতে পারেননি। তারা বিএনপি-জামাতের দোসর। তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এলাকার সকল স্তরের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তবে আমি নেতা-কর্মীদের কোন ধরনের বিশৃঙ্খলা না করার জন্য বলেছি। তাই তারা আজ হাসনাবাদ-লক্ষনপুর সড়কে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ব্যবস্থা নেবেন।

সোমবার বিকেলে মনোহরগঞ্জের হাসনাবাদ-লক্ষনপুর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল বাশার, সেক্রেটারি মোঃ নুরুজ্জামান, সাবেক সহ-সভাপতি মোঃ আবু তাহের ভূঁইয়া, আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম বেপারি, ইউনিয়ন কৃষকলীগের সেক্রেটারি সফিকুর রহমান বেপারি, জাহাঙ্গীর আলম, সফিকুর রহমান সুমন, মোঃ শাহজাহানসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা কামাল হোসেন জানান, ২ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সংক্ষুব্ধ লোকজন মিছিল করেছে। এখানে আমার বা যুবলীগের কোন সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় মঙ্গলবার (৩ অক্টোবর) মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে আমরা আজ বসছি। আলোচনার মাধ্যমেই এটি সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

error: Content is protected !!

মনোহরগঞ্জে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

তারিখ : ১০:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দুটি ওয়ার্ড কমিটি নিয়ে ইউপি চেয়ারম্যানের অপপ্রচারের বিরুদ্ধে ওই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ‌সমর্থিতরা মিছিল ও মানববন্ধন করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

হাসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ আব্দুল মতিন বাবুল জানান, ‘আমাদের অভিভাবক এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের জন্য আমাকে দায়িত্ব দেন।

স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দের পরামর্শ এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দিকনির্দেশনায় ইতিপূর্বে ৭টি ওয়ার্ড কমিটি গঠন করি। নির্বাচন ঘনিয়ে আসায় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দিকনির্দেশনা ও স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দের পরামর্শে গত ১ অক্টোবর অবশিষ্ট ২ ও ৮নং ওয়ার্ড কমিটি অনুমোদন দেই। এতে ইউপি চেয়ারম্যানের প্রস্তাবিত লোকজনের বিরুদ্ধে স্থানীয় নেতা-কর্মীদের নানা অভিযোগ থাকায় তাদের সভাপতি-সেক্রেটারী পদে রাখা হয়নি।

এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান কামাল হোসেন, তার মামাতো ভাই ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলামের (সাবেক মেম্বার) নেতৃত্বে হাসনাবাদ এলাকায় ২০/২৫ জন লোক এনে মিছিল করেছে। মিছিলে তারা আমার বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ শ্লোগান দেয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’।

সৈয়দ আব্দুল মতিন আরও বলেন, মন্ত্রীর ইজ্জতের দিকে চেয়ে নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করছি। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা বিগত ১২/১৪ বছরে কোন কমিটি দূরের কথা, এলাকার উন্নয়ন কিংবা দলের স্বার্থে কোন অবদান রাখতে পারেননি। তারা বিএনপি-জামাতের দোসর। তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এলাকার সকল স্তরের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তবে আমি নেতা-কর্মীদের কোন ধরনের বিশৃঙ্খলা না করার জন্য বলেছি। তাই তারা আজ হাসনাবাদ-লক্ষনপুর সড়কে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ব্যবস্থা নেবেন।

সোমবার বিকেলে মনোহরগঞ্জের হাসনাবাদ-লক্ষনপুর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল বাশার, সেক্রেটারি মোঃ নুরুজ্জামান, সাবেক সহ-সভাপতি মোঃ আবু তাহের ভূঁইয়া, আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম বেপারি, ইউনিয়ন কৃষকলীগের সেক্রেটারি সফিকুর রহমান বেপারি, জাহাঙ্গীর আলম, সফিকুর রহমান সুমন, মোঃ শাহজাহানসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা কামাল হোসেন জানান, ২ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সংক্ষুব্ধ লোকজন মিছিল করেছে। এখানে আমার বা যুবলীগের কোন সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় মঙ্গলবার (৩ অক্টোবর) মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে আমরা আজ বসছি। আলোচনার মাধ্যমেই এটি সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।