ওমানে ছাদ থেকে পড়ে ব্রাহ্মণপাড়ার এক যুবকের মৃত্যু

মোঃ বাছির উদ্দিন।।
ওমানে কাজ করার সময় নির্মাণাধীন ভবনের ৪ তলা ছাদ থেকে পড়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোঃ মেহেদী হাসান (২৬)।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর উত্তরপাড়া গ্রামের হাজী তৈয়ব আলী সর্দারের বাড়ীর সাবেক কৃষি ব্যাংকের কর্মকর্তা মৃত হাজী মফিজুল ইসলাম এর ছেলে মোঃ মেহেদী হাছান (২৬) ওমানে কন্সট্রাকশনের কাজ করত।

মাত্র ১৩ দিন আগে বিয়ে করে ওমানে যায় মেহেদী হাছান। ঘটনার দিন সোমবার দুপুরে খবর আসে মেহেদী হাছান কাজ করার সময় ৪তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুত্বর আহত হয়।

পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদী হাছানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page