সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা পৌরসভার পূর্ব শ্রীমদ্দি গ্রামের ও হোমনা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবিরের বাবা হাজী আবদুল আজিজ সরকার (৮৮) দাফন সম্পন্ন হয়েছে ।
তিনি আজ বুধবার ১১ টার দিকে ঢাকা মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে,৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ বাদ আসর পূর্ব শ্রীমদ্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযাপূর্ব স্মৃতিচারণমূলক আলোচনায় বক্তব্য রাখেন মরহুমের মেঝো ছেলে প্রভাষক মো.হুমায়ুন কবির,হোমনা সরকারি ডিগ্রি কলেজের উপাধক্ষ্য মো. নজরুল ইসলাম, সাবেক অধ্যাপক মো. মনোয়ার হোসেন, বিএনপি নেতা হাজী আবদুল লতিফ,সমাজ সেবক আবুল কাশেম মাষ্টার, আ’লীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার ও মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় ।