০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাড়ি চালিয়ে কুমিল্লা ফিরছিলেন, পথে মোটরসাইকেল ধাওয়া; চিকিৎসকের মৃত্যু কুমিল্লার নগরীতে বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার, ইয়াবা-অস্ত্র-নগদ টাকা উদ্ধার যতই ষড়যন্ত্র করেন না কেন ফেব্রুয়ারীতে নির্বাচন হবেই: ড. খন্দকার মারুফ হোসেন ডাকসু নির্বাচনে ভিপি, সম্পাদক ও সদস্য পদে লড়ছেন দাউদকান্দির চার শিক্ষার্থী কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও সমাবেশ কুমিল্লায় হাসপাতাল থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে ও অণ্ডকোষ চেপে হত্যা ডাকসু বানচালের ষড়যন্ত্র-নারী হেনস্তার প্রতিবাদে কুমিল্লায় ছাত্রশিবিরের মিছিল নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় গণঅধিকার পরিষদের মিছিল যারা পিআর ছাড়া নির্বাচন চায় না তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে- মো. আবুল কালাম

কুমিল্লার চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

  • তারিখ : ০৯:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • 26

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জসিম উদ্দিন (৪০) নামে এক আরেক ব্যবসায়ী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে চান্দিনা উপজেলা কেশেরা গরুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল চান্দিনার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন।

আর আহত জসিম গল্লাই উত্তরপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি এলাকায় ভ্যানে ঘুরে ঘুরে করে মাছ ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কংগাই থেকে রিকশায় করে পাইকারি মাছ কিনতে উপজেলার পরচঙ্গা বাজারে রওনা হন আব্দুল ও জসিম। পথে ডাকাতরা তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে সময় ওই ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা ছুরিকাঘাত করে ওই ব্যবসায়ীদের। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আব্দুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন জসিম।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত দাস গুপ্ত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের তথ্য সংগ্রহ করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

error: Content is protected !!

কুমিল্লার চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

তারিখ : ০৯:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জসিম উদ্দিন (৪০) নামে এক আরেক ব্যবসায়ী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে চান্দিনা উপজেলা কেশেরা গরুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল চান্দিনার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন।

আর আহত জসিম গল্লাই উত্তরপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি এলাকায় ভ্যানে ঘুরে ঘুরে করে মাছ ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কংগাই থেকে রিকশায় করে পাইকারি মাছ কিনতে উপজেলার পরচঙ্গা বাজারে রওনা হন আব্দুল ও জসিম। পথে ডাকাতরা তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে সময় ওই ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা ছুরিকাঘাত করে ওই ব্যবসায়ীদের। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আব্দুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন জসিম।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত দাস গুপ্ত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের তথ্য সংগ্রহ করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।