নিজস্ব প্রতিবেদক।।
বরণ্য সাংবাদিক প্রয়াত গোলাম মোস্তফা চৌধুরীর ৯৪ তম জন্মদিন উদযাপন করা হয়।
বুধবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে এই আয়োজন করেন সামাজিক সংগঠন একতাই শক্তি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিক গোলাম মোস্তফার বর্ণাঢ্য সাংবাদিকতার স্মৃতিচারণ করেন ব্যবসায়ী নেতা শাহ মোঃ শাহ মোহাম্মদ আলমগীর খান, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, সাংবাদিক কল্যান ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাবের কুমিল্লা প্রতিনিধি সাদিক হোসেন মামুন, কুমিল্লা ক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক মাহবুবুল আলম বাবু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহিবুবুল হক ছোটন।
কুমিল্লা প্রেক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর জীবনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, বাচিক শিল্পী রুবেল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজাম উদ্দীন রাব্বী, চারুশিল্পী জহিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন ব্যবসায়ী নাদেরুজ্জামান, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, নারী উদ্যেক্তা শারমিন আহমেদ চৈতি, জানভী তিনাসহ একতাই শক্তি সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন বরণ্য সাংবাদিক গোলাম মোস্তফার মত নির্ভীক ও সত্যের পক্ষে থাকবে আগামী প্রজন্ম।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক গোলাম মোস্তফার চৌধুরীর ছোট ছেলে জোনায়েদ মোস্তফা চৌধুরী।