১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার কুবিতে মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার জামায়াতে ইসলামী বৈষম্য মুক্ত একটি সমাজ চায় -অধ্যাপক আব্দুল মতিন বিএনপি জনগণকে সাথে নিয়ে নির্বাচন করবে -ডাঃ গোলাম কাদের চৌধুরী কুমিল্লায় ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার ইতালিতে পরিবারের সাথে পিকনিকে গিয়ে লেকে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মুরাদনগরের আকুবপুর ইউপিতে প্রশাসকের দায়িত্বে পাভেল খান পাপ্পু বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা: সৎকারে উপজেলা প্রশাসনের সহায়তা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ে ঘটনায় ২ শিক্ষার্থী বহিষ্কার, ১৭ জনকে শোকজ

কুমিল্লায় প্রানীভিক্তিক সাংমাজিক সংগঠন ক্যাট’স হোম বিড়লের বাড়ি এর কমিটি গঠন

  • তারিখ : ১০:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • 9

কুমিল্লা প্রতিনিধি।।
মহান স্বাধীনতার মাসের প্রথম দিনে কুমিল্লায় আহবায়ক কমিটি ঘোষনার মধ্য দিয়ে প্রানী ভিক্তিক ফেইসবুক গ্রুপ ক্যাট’স হোম বিড়লের বাড়ি সাংমাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার সকালে ক্যাট’স হোম বিড়লের বাড়িতে সংগঠনের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভায় উপস্থিত ছিলেন, ভেট আসিফ, প্রানী প্রেমী শিহাব মাহমুদ, উম্মে আসমা (উম্মে জেসি), লাকী আক্তার (লাকী রহমান), শায়লা শিলা, তামান্না আক্তার (অন্তরা মজুমদার), ফারহান তানিন (হীরা), আয়েশা সিদ্দিকা সুমাসহ আরো অনেকে।

সভায় রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনীকে আহবায়ক, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক মোঃ আনোয়ার হোসাইন, শিহাব মাহমুদকে যুগ্ম-আহবায়ক ও লাকি আক্তারকে সদস্য সচিব করে ১৫ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, মোহাম্মদ এমদাদুল হক আখন্দ, উম্মে আসমা (উম্মে জেসি), জাবেদ কাউছার রাজন, রোটারিয়ান মোঃ রফিকুল ইসলাম রকি, শায়লা শিলা, জাহানারা আক্তার নিশি, তামান্না আক্তার (অন্তরা) মজুমদার, আয়েশা সিদ্দিকা সুমা, ফারহান তানিন (হীরা)।

সংগঠনের আহবায়ক রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনী জানান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে প্রানী ভিত্তিক সাংমাজিক সংগঠন ক্যাট’স হোম বিড়লের বাড়ি অসহায় পশু-পাখি-প্রানী নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে কাজ করবে। পাশাপাশি অন্যান্য সামাজিক কাজও করবে এই সংগঠন। আহবায়ক কমিটি আগামী ২ মাসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র, আচরন বিধি, নতুন সদস্য সংগ্রহ ও একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

কুমিল্লায় প্রানীভিক্তিক সাংমাজিক সংগঠন ক্যাট’স হোম বিড়লের বাড়ি এর কমিটি গঠন

তারিখ : ১০:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

কুমিল্লা প্রতিনিধি।।
মহান স্বাধীনতার মাসের প্রথম দিনে কুমিল্লায় আহবায়ক কমিটি ঘোষনার মধ্য দিয়ে প্রানী ভিক্তিক ফেইসবুক গ্রুপ ক্যাট’স হোম বিড়লের বাড়ি সাংমাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার সকালে ক্যাট’স হোম বিড়লের বাড়িতে সংগঠনের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভায় উপস্থিত ছিলেন, ভেট আসিফ, প্রানী প্রেমী শিহাব মাহমুদ, উম্মে আসমা (উম্মে জেসি), লাকী আক্তার (লাকী রহমান), শায়লা শিলা, তামান্না আক্তার (অন্তরা মজুমদার), ফারহান তানিন (হীরা), আয়েশা সিদ্দিকা সুমাসহ আরো অনেকে।

সভায় রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনীকে আহবায়ক, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক মোঃ আনোয়ার হোসাইন, শিহাব মাহমুদকে যুগ্ম-আহবায়ক ও লাকি আক্তারকে সদস্য সচিব করে ১৫ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, মোহাম্মদ এমদাদুল হক আখন্দ, উম্মে আসমা (উম্মে জেসি), জাবেদ কাউছার রাজন, রোটারিয়ান মোঃ রফিকুল ইসলাম রকি, শায়লা শিলা, জাহানারা আক্তার নিশি, তামান্না আক্তার (অন্তরা) মজুমদার, আয়েশা সিদ্দিকা সুমা, ফারহান তানিন (হীরা)।

সংগঠনের আহবায়ক রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনী জানান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে প্রানী ভিত্তিক সাংমাজিক সংগঠন ক্যাট’স হোম বিড়লের বাড়ি অসহায় পশু-পাখি-প্রানী নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে কাজ করবে। পাশাপাশি অন্যান্য সামাজিক কাজও করবে এই সংগঠন। আহবায়ক কমিটি আগামী ২ মাসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র, আচরন বিধি, নতুন সদস্য সংগ্রহ ও একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।