০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় হত্যার হুমকি, ১০ লাখ টাকা চাঁদা দাবি কুমিল্লায় উল্টো পথে আসা পিকআপে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত কুমিল্লা নিউজের প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে আহত এক নারীসহ ২ জনের মৃত্যু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে মব তৈরি করে ৩ সাংবাদিক হেনস্তা ব্রাহ্মণপাড়ায় স্কুল পরিদর্শনে ইউএনও, ক্লাস নিলেন শিক্ষার্থীদের কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত; ২ জনের হাত-পা বিচ্ছিন্ন কুমিল্লায় সেনা অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী আটক, বিপুল অস্ত্র-সামগ্রী জব্দ জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের বর্ণাঢ্য র‍্যালী মুরাদনগরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষতি

কুমিল্লায় ৪ উপজেলা নির্বাচনের প্রার্থী যাচাই-বাছাই সম্পন্ন

  • তারিখ : ১০:১৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • 78

আলমগীর হোসেন।।
প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার চারটি উপজেলার ৪০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন দুই জন ভাইস চেয়ারম্যান প্রার্থী। বুধবার সকালে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

আগামী ৮ মে কুমিল্লার নাঙ্গলকোট, মেঘনা, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২২ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ।

এবার দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন খান জানান, যাচাই-বাছাইয়ে দুই জন ভাইস চেয়ারম্যান প্রার্থী বাদ পড়েছেন। এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারেন।

এদিকে কুমিল্লার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের সমর্থিত একাধিক প্রার্থী রয়েছেন। এ ছাড়া দলীয় প্রতীক না থাকায় বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার থেকে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে। যারাই নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা সমানভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবেন। আশা করি নির্বাচন সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

নাঙ্গলকোট উপজেলা থেকে চেয়ারম্যান প্রার্থী বিএনপির সাবেক নেতা মাজহারুল ইসলাম বলেন, ‘দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র হিসেবে বিএনপির নেতৃবৃন্দ প্রার্থিতা করছেন। আমি বিএনপি করলেও আমার কোনো পদবী নেই। সাধারণ মানুষ আমাদের ভোট দিয়ে জয়ী করবেন।

error: Content is protected !!

কুমিল্লায় ৪ উপজেলা নির্বাচনের প্রার্থী যাচাই-বাছাই সম্পন্ন

তারিখ : ১০:১৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

আলমগীর হোসেন।।
প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার চারটি উপজেলার ৪০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন দুই জন ভাইস চেয়ারম্যান প্রার্থী। বুধবার সকালে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

আগামী ৮ মে কুমিল্লার নাঙ্গলকোট, মেঘনা, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২২ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ।

এবার দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন খান জানান, যাচাই-বাছাইয়ে দুই জন ভাইস চেয়ারম্যান প্রার্থী বাদ পড়েছেন। এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারেন।

এদিকে কুমিল্লার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের সমর্থিত একাধিক প্রার্থী রয়েছেন। এ ছাড়া দলীয় প্রতীক না থাকায় বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার থেকে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে। যারাই নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা সমানভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবেন। আশা করি নির্বাচন সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

নাঙ্গলকোট উপজেলা থেকে চেয়ারম্যান প্রার্থী বিএনপির সাবেক নেতা মাজহারুল ইসলাম বলেন, ‘দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র হিসেবে বিএনপির নেতৃবৃন্দ প্রার্থিতা করছেন। আমি বিএনপি করলেও আমার কোনো পদবী নেই। সাধারণ মানুষ আমাদের ভোট দিয়ে জয়ী করবেন।