কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের দুয়ারিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ মাষ্টার সহ ৮ জন আহত হয়েছেন। আবু হানিফ মাষ্টারকে দা দিয়ে কুপিয়ে মাথায় জখম করা হয়। এতে মাথায় ১৩ টি সেলাই করা হয়।
মঙ্গলবার (১৮ জুন) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
এ হামলায় আরো আহত হয়েছেন একই গ্রামের মোঃ আলীম, মিজান, উখারী গ্রামের হাসিনা বেগম, দুয়ারিয়া গ্রামের আয়শা আক্তার, নুরজাহান, শাহজালাল এবং নুরু।
স্থানীয় সূত্র জানায়, ছোট বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে দুয়ারিয়া গ্রামের দেলোয়ারের নেতৃত্বে বাবুল, রনি, সৌরভ, রাহাত, রকিব, হাকিম এ হামলা করে। প্রকৃত পক্ষে দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে আবু হানিফ মাষ্টারের সাথে দেলোয়ার গ্রুপের বিরোধ চলছিল। আবু হানিফ মাষ্টার সংসদ নির্বাচনে নৌকা প্রতিক এবং উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতিকের পক্ষে কাজ করে।
অপর দিকে দেলোয়ার গ্রুপ স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদের পক্ষে কাজ করে। সেই থেকে তাদের মধ্যে বিরোধ চলছিলো। সেই কোন্দলের সূত্র ধরেই এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে কেউ এখনো কোন অভিযোগ করেনি।
আরো দেখুন:You cannot copy content of this page