কুমিল্লায় বিষপানে সিএনজি চালকের আত্মহত্যা

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিষপানে মো. ইসমাইল (৩৮) নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।

নিহত ইসমাইল উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর মধ্যমপাড়ার মৃত শাহজাহানের ছেলে। ঘটনাটি ঘটেছে নিহতের শ্বশুরবাড়ি উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের কাজী বাড়িতে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সিএনজি চালক মো. ইসমাইল তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে ছায়েরাকে বিগত ছয় বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের সংসারে মো. হাবিব নামে চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি দ্বিতীয় স্ত্রী ছায়েরাকে নিয়ে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন এবং সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী ও তার পরিবারের লোকজনের সঙ্গে ইসমাইলের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

এ কারণে বুধবার সকালে তিনি কীটনাশক পান করেন। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page