কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধসহ তিন দাবি জানালো শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি।।
‘উদ্ভুত’ পরিস্থিতি বিবেচনায় ও ইউজিসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ও হলগুলো আজ পাঁচটার মধ্যে ছাড়ার ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রসশনিক ভবনে সামনের এসে প্রক্টরকে কাছে তিন দাবি পেশ করেন। এই তিন দাবি আজ সন্ধ্যা ৬ টার মধ্যে বাস্তবায়নের দাবি জানান উত্তেজিত শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১ টার দিকে এই দাবি জানান শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার ঘোষণা প্রত্যাহার করতে হবে, পূর্ণাঙ্গ নিরাপত্তা সহ বাস সেবা, বিদ্যুৎ, ওয়াইফাই আগের মত থাকতে হবে।

এই দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা হলের প্রভোস্টদের সাথে কথা বলেছি। তারা শুধুমাত্র প্রসাশনের সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের জানিয়েছে। যারা থাকতে চায় তারা থাকতে পারবে। এছাড়া আরো যেসব দাবি করা হচ্ছে সেগুলো আমরা আমাদের উপাচার্য ও সিন্ডিকেট মেম্বারদের জানাবো।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page