বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্বীর্যের মধ্যদিয়ে গত ১২ রবিউল আউয়াল (সোমবার)পালিত হয়েছে বুড়িচংয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা:) এর আগমন (জন্ম) দিবস উৎসাহ উদ্দীপনা ও তাঁর জীবনী আলোচনার মধ্যদিয়ে বাংলাদেশ সহ বিশ্বের ১৫২ টি দেশে পালিত হয়েছে এ দিবসটি।

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন সহ বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন জশনে জুলুছ, আলোচনা সভা, দোয়া, ও মিলাদ মাহফিলের আয়োজন করে। ইবাদাত বন্দেগী, দোয়া দুরুদ ও ওয়াজ মাহফিলের মাধ্যমে মুহাম্মদ (সা:)কে স্মরণ করেছে উম্মতে মোহাম্মাদী। আজ থেকে ১৪শ ৫০ বছর আগে ৫৭০ খ্রিষ্টাব্দে ১২ রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমেনার গর্ভে (জন্মগ্রহণ) আগমন করেন বিশ্ব শান্তির দূত হযরত মুহাম্মদ (সা.)। পিতা মাতাকে হারিয়ে এতিম অবস্থায় চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন তিনি। চল্লিশ বছর বয়সে নবুয়্যত লাভের পর শুরু করেন মানুষকে সত্য সুন্দর ও শান্তির পথ প্রদর্শনের আহ্বান জানান। অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি এ আহ্বানে সফল হন। প্রতিষ্ঠা করেন সাম্য শান্তির অসাম্প্রদায়িক রাষ্ট্র মদীনাতুল মুনাওয়ারা। তিনিই সর্বপ্রথম মদীনা সনদ নামে শান্তিময় রাষ্ট্রের লিখিত সংবিধান প্রণয়ন করেন। যা আজো বিশ্বের প্রথম সংবিধান হিসেবে স্বীকৃত ও সম্মানিত।

বুড়িচং উপজেলা প্রশাসন:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে ঈদে মিলাদুন্নবী সাঃ এর উপর আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নিবার্হী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মসজিদের ইমাম,খতিব ও ওলামায়ে কেরামগণ এসময় উপস্থিত ছিলেন।সন্ধ্যায় উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বুড়িচং প্রেস ক্লাব:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা , মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আউয়াল সোমবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর পরিচালনায় ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন, ফকির বাজার ইসলামিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা, টাটেরা মহিলা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ শাহিনুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন ,বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সুমন, আলমগীর হোসেন, আবদুল্লাহ, ফয়েজ আহাম্মদ।

ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসা:
বুড়িচং উপজেলার ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ আবুল বাশার এর নেতৃত্বে সকালে একটি জশনে জুলুছ (মিছিল) এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ এ।পরে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ , দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

ভরাসার ইন্জিনিয়ার এরশাদ গার্লস স্কুল:
বুড়িচং উপজেলার ইন্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সোহেলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সুশাসনের জন্য নাগরিক( সুজন) বুড়িচং উপজেলা শাখার সভাপতি , শিক্ষকনেতা মো.মোসলেহ উদ্দিন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, শিরিন আক্তার, তানিয়া আক্তার, ওমর ফারুক, এমরান হোসাইন, জাহিদ হাসান, মাসতুত আক্তার রুপা প্রমূখ। এ অঞ্চলের একমাত্র নারী শিক্ষা প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানটি দানবীয় ইন্জিনিয়ার এরশাদুল ইসলামের আন্তরিক সহযোগিতায় গড়ে উঠেছে।

আহলে সুন্নাত ওয়াল জামাত:
১৬ সেপ্টেম্বর,সোমবার সকাল ১০ টায় ব্রাহ্মণপাড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে একটি বিশাল জশনে জুলুছ (মিছিল )উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহে এসে আলোচনা সভা , মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা আব্দুল মুবিন আখন্দের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ছৈয়দ মাওলানা মোবারক হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আহলে সুন্নাত নেতা সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মজিবুর রহমান সুন্নী আল ক্বাদেরী, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ শাহ মোহাম্মদ মালু মিয়া মাইজভান্ডারী, তফাজ্জল হোসেন, সফিকুল ইসলাম, লিটন মিয়া, সমাজসেবক আনোয়ার হোসেন আনু সর্দার, মাওলানা জাকির হোসেন, মো. জামাল হোসেন, ছাদেক আহাম্মেদ, মাষ্টার মোহাম্মদ ইমাম উদ্দিন আখন্দ, সফিকুল ইসলাম, রেজভীয়া এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আবু কাউছার দুলাল রেজভী, মাওলানা মিনহাজুল আবেদীন, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মজিবুর রহমানসহ ছাত্রসেনা, যুবসেনা ও স্থানীয় বিভিন্ন দরবার ও সংগঠনের নেতৃবৃন্দ। এসময় আখেরি মোনাজাত পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ ফয়েজী।

উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাসানীয়া দরবার শরীফ:
সকাল ৭:১২মিনিটে দরবার শরীফ থেকে মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাছানীর নেতৃত্বে একটি জশনে জুলুছ (আনন্দ মিছিল) দরবার থেকে শুরু হয়ে শংকুচাইল, দক্ষিণগ্রাম, ছয়গ্রাম, মীরপুর হয়ে পুনরায় দরবার শরীফে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন,শাহজাদা মাওঃ ছৈয়্যদ ওমর ফারুক, মুফতি ছৈয়্যদ ছাবের আহমদ, মাওঃ ছৈয়্যদ আলাউদ্দিন, গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার চেয়ারম্যান গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, হাফেজ মাওলানা শেখ জাহজাহান সারোয়ার, মাওঃ মোঃ শাহিনুল ইসলাম, মাওঃ মোঃ জাকির হোসেন ও হাফেজ মোশাররফ হোসেন প্রমুখ।

তাছাড়া সোনার বাংলা কলেজ, ফকির বাজার স্কুল এন্ড কলেজ, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করেছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দাওয়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাজার দরবার খানকা রক্ষা পরিষদ, আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

এছাড়া ধুতিয়ার দিঘীরপাড় ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন কমিটি ব্যাপক কর্মসূচি পালন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেছে। বিভিন্নস্থানে জশনে জুলুস র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page