কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমগীর কবির।।
কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১১ অক্টোবর ২০২৪) ভোরে র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর, রহমত নগর এলাকায় মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, অভিযানে আসামি মোঃ সাগর (৩২) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির হেফাজত থাকা ২০ কেজি গাঁজা, ১৪৭ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসমি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব আরো জানায়, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত কাভার্ড ভ্যানটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

এছাড়াও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page