০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায়

চৌদ্দগ্রামে প্রতারণার মাধ্যমে প্রতিবন্ধী নারীর জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি

  • তারিখ : ১১:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 186

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতারণার মাধ্যমে ইদুনি বেগম নামের এক প্রতিবন্ধী (বোবা) নারীর স্বামীর মৃত্যুর পর প্রাপ্ত সম্পত্তির অংশ জোরপূর্বক দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে তারই ছেলে আবিদ আলী ও নাতি শামীমের বিরুদ্ধে। ঘটনাটি কাশিনগর ইউনিয়নের বালিমুড়ি গ্রামে ঘটেছে।

ভুক্তভোগির ছোট ছেলে আব্দুল আলী জানান, তাদের পিতা ছায়েদ আলী ২০২৩ সালের এপ্রিলে মারা যান। মৃত্যুর পর বড় ভাই আবিদ আলী প্রতারণার মাধ্যমে তাদের প্রতিবন্ধী মায়ের নামে থাকা ৭.৮৩ শতক জমি নিজের ছেলে ও ভাতিজার নামে “হেবা কবলা” করে নেন। বিষয়টি জানার পর প্রতিবাদ করলে তারা শারীরিকভাবে হামলার শিকার হন এবং পরে নারী নির্যাতনের মিথ্যা মামলা (নং-২৭১/২০২৪) দিয়ে হয়রানি শুরু হয়।

তিনি আরও বলেন, “আমরা পৈতৃক সম্পদের ন্যায্য হিস্যা চাই। কিন্তু প্রভাবশালী কয়েকজনের সহযোগিতায় আমার ভাই জোর করে জমি দখলে নিয়েছে।”

স্থানীয়রা জানান, এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আবিদ আলীর ছেলে ফারুক বলেন, “আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ কাগজপত্র চেয়েছে। আমরা আইনি পথে বিষয়টি মোকাবেলা করবো।”

চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক নিমাই চন্দ্রনাথ বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়েছে। স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।”

error: Content is protected !!

চৌদ্দগ্রামে প্রতারণার মাধ্যমে প্রতিবন্ধী নারীর জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি

তারিখ : ১১:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতারণার মাধ্যমে ইদুনি বেগম নামের এক প্রতিবন্ধী (বোবা) নারীর স্বামীর মৃত্যুর পর প্রাপ্ত সম্পত্তির অংশ জোরপূর্বক দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে তারই ছেলে আবিদ আলী ও নাতি শামীমের বিরুদ্ধে। ঘটনাটি কাশিনগর ইউনিয়নের বালিমুড়ি গ্রামে ঘটেছে।

ভুক্তভোগির ছোট ছেলে আব্দুল আলী জানান, তাদের পিতা ছায়েদ আলী ২০২৩ সালের এপ্রিলে মারা যান। মৃত্যুর পর বড় ভাই আবিদ আলী প্রতারণার মাধ্যমে তাদের প্রতিবন্ধী মায়ের নামে থাকা ৭.৮৩ শতক জমি নিজের ছেলে ও ভাতিজার নামে “হেবা কবলা” করে নেন। বিষয়টি জানার পর প্রতিবাদ করলে তারা শারীরিকভাবে হামলার শিকার হন এবং পরে নারী নির্যাতনের মিথ্যা মামলা (নং-২৭১/২০২৪) দিয়ে হয়রানি শুরু হয়।

তিনি আরও বলেন, “আমরা পৈতৃক সম্পদের ন্যায্য হিস্যা চাই। কিন্তু প্রভাবশালী কয়েকজনের সহযোগিতায় আমার ভাই জোর করে জমি দখলে নিয়েছে।”

স্থানীয়রা জানান, এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আবিদ আলীর ছেলে ফারুক বলেন, “আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ কাগজপত্র চেয়েছে। আমরা আইনি পথে বিষয়টি মোকাবেলা করবো।”

চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক নিমাই চন্দ্রনাথ বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়েছে। স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।”