০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন কুমিল্লায় ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার

কুমিল্লায় ছাত্রদের উপর হামলার ঘটনায় আ’লীগ নেতা হাসু চেয়ারম্যান গ্রেফতার

  • তারিখ : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • 7

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা পুলিশ লাইনসে হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি কুমিল্লার সদর দক্ষিণ থানায় দায়ের করা দুটি মামলায় আসামি ছিলেন। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে কুমিল্লার বাগিচাগাঁও এলাকা থেকে গ্রেফতার করে কোতয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতার নাম হাসমত উল্লাহ হাসু। তিনি সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘কুমিল্লা পুলিশ লাইনসে হামলার ঘটনায় ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় কোনও মামলা নেই। কিন্তু সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে।’

সদর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহ হাসু।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এ হামলার ঘটনায় সাত জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন কমপক্ষে ৩০ জন। হামলায় তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া নিরীহ ছাত্রীদের এলোপাতাড়ি পেটানোর ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

কুমিল্লায় ছাত্রদের উপর হামলার ঘটনায় আ’লীগ নেতা হাসু চেয়ারম্যান গ্রেফতার

তারিখ : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা পুলিশ লাইনসে হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি কুমিল্লার সদর দক্ষিণ থানায় দায়ের করা দুটি মামলায় আসামি ছিলেন। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে কুমিল্লার বাগিচাগাঁও এলাকা থেকে গ্রেফতার করে কোতয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতার নাম হাসমত উল্লাহ হাসু। তিনি সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘কুমিল্লা পুলিশ লাইনসে হামলার ঘটনায় ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় কোনও মামলা নেই। কিন্তু সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে।’

সদর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহ হাসু।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এ হামলার ঘটনায় সাত জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন কমপক্ষে ৩০ জন। হামলায় তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া নিরীহ ছাত্রীদের এলোপাতাড়ি পেটানোর ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।