চৌদ্দগ্রামে মিয়াবাজার ফিলিং ষ্টেশনে আগুন লেগে ৩৫ লাখ টাকার ক্ষতি

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার ফিলিং ষ্টেশনে ডিজেল নামানোর সময় আগুনে লেগে দুইটি গাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

মিয়াবাজার ফিলিং ষ্টেশনের ক্যাশিয়ার হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে ডিজেল ও অকটেন ভর্তি ট্রাক(মহাখালী-ড-৪১-০০০৮) থেকে অকটেন নামানোর সময় হঠাৎ করে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় তেল ভর্তি গাড়িটি পুড়ে যায়।

এছাড়াও পাশে থাকা ট্রাকটি(ঢাকামেট্রো-ট-১৮-৯৫২২) পুড়ে যায়। খবর পেয়ে মিয়াবাজারের ব্যবসায়ী ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে পাশ^বর্তী স্থাপনা ও ফিলিং ষ্টেশনকে রক্ষা করে। তবে আগুনে দুইটি ট্রাক ও তেল পুড়ে যাওয়ায় অন্তত ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ ইয়াছিন প্রধানিয়া জানান, ‘তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে’।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page