মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার ফিলিং ষ্টেশনে ডিজেল নামানোর সময় আগুনে লেগে দুইটি গাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
মিয়াবাজার ফিলিং ষ্টেশনের ক্যাশিয়ার হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে ডিজেল ও অকটেন ভর্তি ট্রাক(মহাখালী-ড-৪১-০০০৮) থেকে অকটেন নামানোর সময় হঠাৎ করে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় তেল ভর্তি গাড়িটি পুড়ে যায়।
এছাড়াও পাশে থাকা ট্রাকটি(ঢাকামেট্রো-ট-১৮-৯৫২২) পুড়ে যায়। খবর পেয়ে মিয়াবাজারের ব্যবসায়ী ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে পাশ^বর্তী স্থাপনা ও ফিলিং ষ্টেশনকে রক্ষা করে। তবে আগুনে দুইটি ট্রাক ও তেল পুড়ে যাওয়ায় অন্তত ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ ইয়াছিন প্রধানিয়া জানান, ‘তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে’।
আরো দেখুন:You cannot copy content of this page