০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় রানী মা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদপত্র বিলিকারীদের মাঝে কম্বল বিতরণ দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত খাজা গরীব এ নেওয়াজ (রঃ) এর জন্মদিন উপলক্ষে মুরাদনগরে ওয়াজ ও দোয়া মাহফিল মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

ইতালিতে ‘মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে’ কুমিল্লার যুবকের মৃত্যুর অভিযোগ

  • তারিখ : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • 143

স্টাফ রিপোর্টার।।
ইতালিতে ‘মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে’ এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ উঠেছে।

মো. জাফর (৪০) নামে এ প্রবাসীর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার বক্সগঞ্জ ইউনিয়নের চলংচল গ্রামে।

স্থানীয় সময় শুক্রবার দেশটির রাজধানী রোমের পর্তা মাজ্জোরে শহরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন নিহতের বড় ছেলে মো. মেহেদী।

তিনি জানান, ওইদিন সকালে জাফর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি স্বাস্থ্যসেবায় ফোন করেন তিনি। পরে চিকিৎসক এসে জাফরকে পর্যবেক্ষণ করে জানান যে হৃদরোগে তার হার্টের ধমনি ব্লক হয়ে গেছে।

মেহেদী অভিযোগ করেন, “এসময় হার্টের ধমনির ব্লক ছাড়াতে একটি ইনজেকশন দিলে কিছুসময় পরই জাফর মারা যান। পরে তার স্ত্রী লক্ষ্য করেন যে চিকিৎসকের ব্যবহৃত ওই ইনজেকশনটি গত মাসে অর্থাৎ ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

“এ ঘটনার দায় এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ জাফরের মৃত্যুকে হৃদরোগ হিসেবে উল্লেখ করে একটি সনদ হস্তান্তর করেন তার পরিবারের কাছে।”

এ বিষয়ে রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আফিস আনাম সিদ্দিকী বলেন, “নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী দূতাবাস ব্যবস্থা নেবে। যদি তারা লাশ বাংলাদেশে পাঠাতে চায়, তাহলে দূতাবাস তাদের সব ধরনের সাহায্য করবে।”

মেহেদী বলেন, “বাবার লাশ বাংলাদেশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাছাড়া বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি লাশ দেশে নেওয়ার জন্য।”

দীর্ঘ ১৫ বছর ধরে পরিবার নিয়ে ইতালিতে বসবাস করছিলেন মো. জাফর (৪০)। রোমে তার মুদি দোকান রয়েছে। পরিবারে তার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে আছেন।

error: Content is protected !!

ইতালিতে ‘মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে’ কুমিল্লার যুবকের মৃত্যুর অভিযোগ

তারিখ : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
ইতালিতে ‘মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে’ এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ উঠেছে।

মো. জাফর (৪০) নামে এ প্রবাসীর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার বক্সগঞ্জ ইউনিয়নের চলংচল গ্রামে।

স্থানীয় সময় শুক্রবার দেশটির রাজধানী রোমের পর্তা মাজ্জোরে শহরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন নিহতের বড় ছেলে মো. মেহেদী।

তিনি জানান, ওইদিন সকালে জাফর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি স্বাস্থ্যসেবায় ফোন করেন তিনি। পরে চিকিৎসক এসে জাফরকে পর্যবেক্ষণ করে জানান যে হৃদরোগে তার হার্টের ধমনি ব্লক হয়ে গেছে।

মেহেদী অভিযোগ করেন, “এসময় হার্টের ধমনির ব্লক ছাড়াতে একটি ইনজেকশন দিলে কিছুসময় পরই জাফর মারা যান। পরে তার স্ত্রী লক্ষ্য করেন যে চিকিৎসকের ব্যবহৃত ওই ইনজেকশনটি গত মাসে অর্থাৎ ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

“এ ঘটনার দায় এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ জাফরের মৃত্যুকে হৃদরোগ হিসেবে উল্লেখ করে একটি সনদ হস্তান্তর করেন তার পরিবারের কাছে।”

এ বিষয়ে রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আফিস আনাম সিদ্দিকী বলেন, “নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী দূতাবাস ব্যবস্থা নেবে। যদি তারা লাশ বাংলাদেশে পাঠাতে চায়, তাহলে দূতাবাস তাদের সব ধরনের সাহায্য করবে।”

মেহেদী বলেন, “বাবার লাশ বাংলাদেশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাছাড়া বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি লাশ দেশে নেওয়ার জন্য।”

দীর্ঘ ১৫ বছর ধরে পরিবার নিয়ে ইতালিতে বসবাস করছিলেন মো. জাফর (৪০)। রোমে তার মুদি দোকান রয়েছে। পরিবারে তার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে আছেন।