মোঃ আবদুল্লাহ।।
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৯ ডিসেম্বর সোমবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
আলোচনা সভায় জয়িতা অন্বেষনে বাংলােদশ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ ক্যাটাগরীতে ৫জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা আবু রায়হান, তথ্য আপা কর্মকর্তা খাজিদা আক্তার।
আরো দেখুন:You cannot copy content of this page