কুমিল্লায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ২ গ্রামবাসী, আহত ৬

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার হোমনায় পাওনা টাকা আদায় নিয়ে দ্বন্দ্বে দুই গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলার কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. মিজানুর রহমান, মো. জুয়েল, খাজা আহম্মেদ, কাতেবুর রহমান, আবদুল রহমান ও মো. সাগর। কাতেবুর রহমান ও খাজা আহম্মদের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের তথ্য নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম। তিনি বলেন, পাওনা টাকা আদায় করা নিয়ে দুই যুবকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ৮টার দিকে পাওনা টাকা আদায় নিয়ে কাশিপুর গ্রামের আবদুর রহমানের সঙ্গে ওমরাবাদ গ্রামের জুয়েল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনা মীমাংসা করার জন্য ওমরাবাদ গ্রামের কয়েকজন বাজারে এলে কাশিপুর গ্রামের মসজিদে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাদেক সরকার বলেন, পাওনা টাকা আদায় নিয়ে জুয়েল ও রহমানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এটিকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনভর উত্তেজনা বিরাজ করলেও এখন এলাকা শান্ত রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page