জহিরুল হক বাবু।।
কুমিল্লা চৌদ্দগ্রামে হানিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রবিবার বেলা সাড়ে ১২টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথ দিঘী ইউনিয়নের ঘাংড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো: খায়রুল আলম।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের ঘাংরা এলাকায় পৌঁছালে চালক বাসটি নিয়ন্ত্রণ হারায়।
এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হয়।
নিহতের তিনজনই পুরুষ, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে, তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার ও মরদেহগুলি মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page