০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বানাশুয়া বিরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপনের চলছে প্রস্তুতি বনানীর সিসা বারে যুবক খুন, কুমিল্লা থেকে প্রধান দুই আসামি গ্রেপ্তার কুমিল্লায় শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার কুবিতে মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার জামায়াতে ইসলামী বৈষম্য মুক্ত একটি সমাজ চায় -অধ্যাপক আব্দুল মতিন বিএনপি জনগণকে সাথে নিয়ে নির্বাচন করবে -ডাঃ গোলাম কাদের চৌধুরী কুমিল্লায় ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার ইতালিতে পরিবারের সাথে পিকনিকে গিয়ে লেকে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মুরাদনগরের আকুবপুর ইউপিতে প্রশাসকের দায়িত্বে পাভেল খান পাপ্পু

কুমিল্লায় সীমান্ত এলাকার জনসাধারণকে নিয়ে বিজিবি’র জনসচেতনতামূলক সভা

  • তারিখ : ০৩:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • 4

জহিরুল হক বাবু।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ (বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি) বলেছেন, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “সীমান্তের নিরাপত্তা এবং মাদক, চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি একা সফল হতে পারবে না। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমরা এ সমস্যাগুলোর মোকাবিলা করতে পারব না।”

মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়নের বিবিরবাজার বিওপি এলাকায় এক সভায় তিনি এসব বলেন। সভায় স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তিরা এবং বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, “আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই কাজের মাধ্যমে আমরা একটি নিরাপদ সমাজ গঠন করতে পারব।”

স্থানীয়রা এই উদ্যোগকে সমর্থন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের জন্য বিজিবি কর্তৃপক্ষের এই সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

কুমিল্লায় সীমান্ত এলাকার জনসাধারণকে নিয়ে বিজিবি’র জনসচেতনতামূলক সভা

তারিখ : ০৩:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ (বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি) বলেছেন, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “সীমান্তের নিরাপত্তা এবং মাদক, চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি একা সফল হতে পারবে না। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমরা এ সমস্যাগুলোর মোকাবিলা করতে পারব না।”

মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়নের বিবিরবাজার বিওপি এলাকায় এক সভায় তিনি এসব বলেন। সভায় স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তিরা এবং বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, “আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই কাজের মাধ্যমে আমরা একটি নিরাপদ সমাজ গঠন করতে পারব।”

স্থানীয়রা এই উদ্যোগকে সমর্থন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের জন্য বিজিবি কর্তৃপক্ষের এই সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।