স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানির একজন এসআর নিহত হয়েছেন।
নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরমোহর গ্রামের এজহার আহমেদের ছেলে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি এলাকায় ঘটনাটি ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ দেবনাথ।
হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থল কাশিনগরের উদ্দেশে বাইসাইকেলযোগে রওনা করেন প্রাণ কোম্পানির সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) বেলাল হোসেন। পথিমধ্যে তিনি মহাসড়কের বাবুচি এলাকায় পৌঁছলে ঢাকামুখী লেনে অজ্ঞাতনামা একটি দ্রুতগতির বাস তার বাই সাইকেলে ধাক্কা দিলে সাইকেলসহ তিনি মহাসড়ক থেকে ছিটকে পড়েন। এসময় তিনি গুরুতর আহত হন। প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। পরে লাশের পরিচয় শনাক্ত করে নিহতের স্বজনদের খবর দেওয়া হলে তারা হাইওয়ে থানায় আসেন।
সোমবার দুপুরে সব আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।
আরো দেখুন:You cannot copy content of this page