কুমিল্লায় মহাসড়কে গাড়ীতে ছিনতাইকালে ছুরিসহ এক ছিনতাইকারী গ্রেফতার

রাজিব হোসেন জয়।।
কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে চট্টগ্রামমুখী লেনে মোটর সাইকেল আরোহীদের ছিনতাইকালে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতর নাম মোঃ আনন্দ (১৮) সে অত্র উপজেলার দক্ষিণ সতানন্দী গ্রামের আক্তার হোসেনের ছেলে।

শুক্রবার (২৮ ফ্রেব্রয়ারী) রাতে দাউদকান্দি উপজেলার বদলাখাল নামক স্থান সংলগ্ন মহাসড়ক থেকে ছুরিসহ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে হাইওয়ে থানা পুলিশ।হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো নূরুল আবছার জানান, মহাসড়কে চুরি, ছিনতাইরোধে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনায় হাইওয়ে পুলিশ মহাসড়কে নিয়মিত টহল অব্যাহত রেখেছে।

রাত আনুমানিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বলদাখাল খিলাইল ফ্যাক্টরির সামনে ২ মোটর সাইকেলে ৫ জন আরোহীর গতিরোধ করে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী ৩ থেকে ৪ জনের একটি দল। এ সময় মোটর আরোহীরা চিৎকার করলে পাশে টহলরত হাইওয়ে পুলিশের একটি টিম এগিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশের তৎপরতায় এক ছিনতাইকারী চোরাসহ আটক হলেও বাকী দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page