ব্রাহ্মণপাড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ও অবৈধ মজুদদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। গতকাল ২ মার্চ (রবিবার) উপজেলা সদর বাজারে ভোক্তা অধিকার আইনে এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সদর বাজারের মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এছাড়া মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একটি দোকানে ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ইফতারি সামগ্রী প্রস্তুতে কোনো ধরনের রং, পোড়া তেল ব্যবহার না করা এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি তৈরি করে ঢেকে রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয় ও তদারকি করা হয়। পাশাপাশি, যানজট নিরসনে রাস্তার দুপাশের ফুটপাতে থাকা কিছু ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয় এবং বাকীগুলো ও আজকের (রবিবার) মধ্যেই সরিয়ে নেয়ার জন্য বলা হয়। এর পুনরাবৃত্তি হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে মর্মে হুশিয়ার করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন সেনেটারি ইন্সপেক্টর পারভিন আক্তার ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরণের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page