১১:০০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তোহফা গোফরান বহিষ্কার কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাণীপ্রেমীদের মিলনমেলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লায় ৫ মিনিটের ঝটিকা মিছিল, ছাত্রলীগ, যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার কুমিল্লায় টানা ৪০ দিন নামাজ পড়ায় শিশুদের হাতে বাইসাইকেল ও কোরআন

কুমিল্লার লাকসামে একরাতে দুই বাড়িতে আগুন, ‘২০ লাখ টাকার ক্ষতি’

  • তারিখ : ১০:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • 35

লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে একরাতে দুই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর ও গোয়াল ঘর দুটি গবাদিপশুর মৃত্যুসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

মঙ্গলবার রাতে লাকসাম পৌর এলাকার উত্তর লাকসাম ও উপজেলার বাকই ইউনিয়নের কোয়ার গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান লাকসাম উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আহমেদ উল্ল্যাহ সবুজ।

খবর পেয়ে বুধবার সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুপুরে আহমেদ উল্ল্যাহ সবুজ বলেন, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কোয়ার গ্রামের প্রবাসী হোসেন মিয়ার বাড়িতে আগুন লাগে। এতে মালামালসহ বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘর পুড়ে যায়। এ ছাড়া গোয়াল ঘরে থাকা পাঁচটি গরুর মধ্যে দুটি পুড়ে মারা গেছে ও দুটির অবস্থা আশংকাজনক।

সব মিলিয়ে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি হোসেন মিয়ার পরিবারের।

তিনি বলেন, একই সময় উত্তর লাকসাম এলাকায় কৃষক জগদীশ রবি দাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই বসতঘর, রান্না ঘর ও গোয়াল ঘর পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগেছে। তবে বাড়ির পাশে কয়েল ফ্যাক্টরি থেকেও আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

দুটি ঘটনা একই সময় হওয়ায় উত্তর বাজারে ফায়ার সার্ভিস যাওয়ায় অপর বাড়িটিতে যেতে পারেনি বলে জানান ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আহমেদ উল্ল্যাহ সবুজ।

ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জেলা কর্মকর্তার কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে; দ্রুত তাদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

error: Content is protected !!

কুমিল্লার লাকসামে একরাতে দুই বাড়িতে আগুন, ‘২০ লাখ টাকার ক্ষতি’

তারিখ : ১০:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে একরাতে দুই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর ও গোয়াল ঘর দুটি গবাদিপশুর মৃত্যুসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

মঙ্গলবার রাতে লাকসাম পৌর এলাকার উত্তর লাকসাম ও উপজেলার বাকই ইউনিয়নের কোয়ার গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান লাকসাম উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আহমেদ উল্ল্যাহ সবুজ।

খবর পেয়ে বুধবার সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুপুরে আহমেদ উল্ল্যাহ সবুজ বলেন, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কোয়ার গ্রামের প্রবাসী হোসেন মিয়ার বাড়িতে আগুন লাগে। এতে মালামালসহ বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘর পুড়ে যায়। এ ছাড়া গোয়াল ঘরে থাকা পাঁচটি গরুর মধ্যে দুটি পুড়ে মারা গেছে ও দুটির অবস্থা আশংকাজনক।

সব মিলিয়ে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি হোসেন মিয়ার পরিবারের।

তিনি বলেন, একই সময় উত্তর লাকসাম এলাকায় কৃষক জগদীশ রবি দাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই বসতঘর, রান্না ঘর ও গোয়াল ঘর পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগেছে। তবে বাড়ির পাশে কয়েল ফ্যাক্টরি থেকেও আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

দুটি ঘটনা একই সময় হওয়ায় উত্তর বাজারে ফায়ার সার্ভিস যাওয়ায় অপর বাড়িটিতে যেতে পারেনি বলে জানান ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আহমেদ উল্ল্যাহ সবুজ।

ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জেলা কর্মকর্তার কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে; দ্রুত তাদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।