০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রেজিস্টার অফিস স্থাপনের মধ্য দিয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু — ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও স্কাফসহ ৩ জন গ্রেফতার কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে বিষপ্রয়োগ করে ব্যবসায়ির মাছ নিধন কুমিল্লায় প্রেমিককে ৪ টুকরো করে হত্যা; দুই দিন পর মিলাদ ও খিচুড়ি বিতরণ বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত

কুমিল্লায় শিবির নেতা হত্যায় ওসি, এস আইসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

  • তারিখ : ০৮:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • 11

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে (২৫) বিচারবহির্ভূত হত্যার ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রমানের আদালতে মামলাটি করেন নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন।

বাদীপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) মুহাম্মদ বদিউল আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ বদিউল আলম বলেন, তৎকালীন ছাত্রশিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রেখে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দায়ের করলে বিচারক মো. মাহাবুবুর রহমান মামলাটি গ্রহণ করেন এবং বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করেন।

বাকি আসামিরা হলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ, উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার, এসআই ইব্রাহীম, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শাহ কামাল, মো. শহিদ, কনস্টেবল নূর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন কুমিল্লা জেলা পুলিশের এসএএফ শাখার সদস্য শরিফুল ইসলাম, মোতাহের হোসেন ও আনসার সদস্য মুরাদ হোসেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরার নিজ বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা ধরে নিয়ে যায় শিবির নেতা শাহাব উদ্দিনকে। পরদিন ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার সামুকশার এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

মামলার আইনজীবি এড. শাহজাহান জানান, ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারী বিকেলে অমানবিকভাবে মায়ের সামনে থেকে চৌদ্দগ্রাম থানা পুলিশ শাহাবুদ্দিনকে তুলে নিয়ে যায়। পরদিন ৬ই ফেব্রুয়ারী ক্রসফায়ারের নামে তাকে ঠান্ডা মাথায় খুন করে মামলার আসামীরা। ঐসময় পরিবেশ পরিস্থিতির কারণে ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করেনি।

মঙ্গলবার (২২শে এপ্রিল) দুপুরে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন ২০১৩ এর ১৩ (১)(২)/১৫(২) ধারায় ১৩জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লায় শিবির নেতা হত্যায় ওসি, এস আইসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

তারিখ : ০৮:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে (২৫) বিচারবহির্ভূত হত্যার ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রমানের আদালতে মামলাটি করেন নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন।

বাদীপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) মুহাম্মদ বদিউল আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ বদিউল আলম বলেন, তৎকালীন ছাত্রশিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রেখে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দায়ের করলে বিচারক মো. মাহাবুবুর রহমান মামলাটি গ্রহণ করেন এবং বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করেন।

বাকি আসামিরা হলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ, উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার, এসআই ইব্রাহীম, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শাহ কামাল, মো. শহিদ, কনস্টেবল নূর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন কুমিল্লা জেলা পুলিশের এসএএফ শাখার সদস্য শরিফুল ইসলাম, মোতাহের হোসেন ও আনসার সদস্য মুরাদ হোসেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরার নিজ বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা ধরে নিয়ে যায় শিবির নেতা শাহাব উদ্দিনকে। পরদিন ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার সামুকশার এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

মামলার আইনজীবি এড. শাহজাহান জানান, ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারী বিকেলে অমানবিকভাবে মায়ের সামনে থেকে চৌদ্দগ্রাম থানা পুলিশ শাহাবুদ্দিনকে তুলে নিয়ে যায়। পরদিন ৬ই ফেব্রুয়ারী ক্রসফায়ারের নামে তাকে ঠান্ডা মাথায় খুন করে মামলার আসামীরা। ঐসময় পরিবেশ পরিস্থিতির কারণে ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করেনি।

মঙ্গলবার (২২শে এপ্রিল) দুপুরে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন ২০১৩ এর ১৩ (১)(২)/১৫(২) ধারায় ১৩জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।