আলমগীর কবির।।
পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনে শুরু হয়েছে তিন মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কুসিকের ২২ নং ওয়ার্ড পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় প্রায় ২ শতাধিক পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম।
সড়কে ধুলবালি, যত্রতত্র স্থানে ময়লা রাখা, বাড়ীর আঙ্গিনা পরিস্কার রাখা নিয়ে আগামী তিন মাস ব্যাপী নগরীর ২৭ টি ওয়ার্ডে টানা এই পরিচ্ছন্ন অভিযান চলমান থাকবে। এছাড়াও ড্রেনেজ, সড়ক ও অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাতের স্থাপনাসহ দখলমুক্ত করণসহ সাধারণ মানুষকে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম হাতে নিয়েছে কুসিক প্রশাসন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম বলেন, ‘১৫ বছরের ময়লা আবর্জনা কোথাও কোথাও পড়ে আছে। এসব যেমন পরিবেশ দূষণ করে তেমনি জলাবদ্ধতা ও সৃষ্টি করে।
ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতায় নাগরিকদের অসচেতনতা যেমন আছে, তেমনি লোকবল সংকটে আমাদের সামর্থেরও ঘাটতি রয়েছে। আপনারা জেনে থাকবেন এই প্রতিষ্ঠানটি সৃষ্টির পর থেকে একজনও কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়নি। একই জনবল দিয়ে আমাদেরকে সকল কার্যক্রম চালাতে হচ্ছে।’
প্রশাসক মোঃ শাহ আলম আরো জানান, স্থানীয় জনপ্রতিনিধি, সুশিল সমাজ ও নগর বাসিন্দাদের নিয়ে আগামী দিনে কুমিল্লা সিটিকর্পোরেশনকে আধুনিক সিটিতে রূপান্তর করতে সকলের এগিয়ে আসা প্রয়োজন। তাহলে কুমিল্লা সিটিকর্পোরেশন সাধারণ মানুষের বসবাসের একটি আধুনিক সিটি গড়া সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটিকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন, কর নির্ধারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভুইয়া ও নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন- উদ্দিন চিশতীসহ আরো অনেকে।











