শামীম রায়হান॥
কুমিল্লার তিতাস উপজেলায় দিনব্যাপী গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক দপ্তর পরিদর্শন এবং শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুঃ রেজা হাসান৷
মঙ্গলবার( ৬ জানুয়ারি) দিনব্যাপী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গ্রাম পুলিশের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুঃ রেজা হাসান।
এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি শিক্ষার গুণগত মান আরও উন্নয়নের নির্দেশনা প্রদান করেন।
দিনের আরেক কর্মসূচিতে জেলা প্রশাসক তিতাস উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সরকারি সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও তিনি তিতাস থানা, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি)তানিয়া আক্তার লুবনার সঞ্চালণায় ও কোর্স সমন্বয়ক উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,কোর্স পরিচালক কুমিল্লার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মো: মেহেদী মাহমুদ আকন্দ ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আরিফ হোসেন প্রমূখ
জেলা প্রশাসকের এই সফর তিতাস উপজেলায় প্রশাসনিক কার্যক্রম জোরদার ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।











