০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবির ভর্তি পরীক্ষায় আবেদন ৫৭ হাজার ছাড়াল, শেষ সময় ১৭ ডিসেম্বর কুমিল্লা কারাগারের ফটক থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক কুমিল্লায় সিইউডিএফ বিজয় দিবসের বিতর্ক উৎসবে দেশ গড়ার প্রত্যয় ইরাসমাস ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি খেজুরের রস পানে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু; রস পানে সতর্কতা অবলম্বনের অনুরোধ কুমিল্লায় ম্যাজিস্ট্রেট দেখে মাটিভর্তি ট্রাক্টর ফেলে পালাল মাটিখেকোরা বুড়িচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক আটক; যান চলাচল বন্ধ শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণের উদ্বোধন দেশের সার্বিক পরিস্থিতিতে কুমিল্লায় র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার বুড়িচংয়ে অবৈধ নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ অভিযান

কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানায় অভিযান; অস্ত্র-মাদক উদ্ধার; ৯ জন আটক

  • তারিখ : ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • 179

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরী ও সদর দক্ষিণ উপজেলা এলাকায় কিশোর গ্যাং এবং অস্ত্র চক্রের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে মূল অস্ত্র সরবরাহকারীসহ মোট ৯ জন অপরাধী আটক হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

রবিবার ২৭ এপ্রিল) ভোর রাতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৩ বীর পরিচালিত এবং র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথ দল কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকায় পরিচালিত অভিযানে মোঃ রুবেল (৩৫), স্থানীয় অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করা হয়। তিনি সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের নিকট অস্ত্র সরবরাহ করতেন।

পরে কুমিল্লা শহরের রেসকোর্স (পলাশী গলি) এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মোঃ আকিব হোসেন (২৯), মোঃ সাজ্জাদ হোসেন (৪৭) ও মোঃ শাহাদাত হোসেন (২৮) কে আটক করা হয়। অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আটকৃত ব্যক্তিদের তথ্যমতে, কিশোর গ্যাংয়ের আরও চার সদস্য মোঃ সাইফুল ইসলাম (১৯), মোঃ ইমরান হোসেন রতন (১৯), মোঃ মোজাহিদ (২১) এবং মোঃ রাফিউল আলম শফি (২০) কে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন অপরাধীকে আটক করা হয়, যিনি এই চক্রের সাথে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানায় অভিযান; অস্ত্র-মাদক উদ্ধার; ৯ জন আটক

তারিখ : ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরী ও সদর দক্ষিণ উপজেলা এলাকায় কিশোর গ্যাং এবং অস্ত্র চক্রের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে মূল অস্ত্র সরবরাহকারীসহ মোট ৯ জন অপরাধী আটক হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

রবিবার ২৭ এপ্রিল) ভোর রাতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৩ বীর পরিচালিত এবং র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথ দল কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকায় পরিচালিত অভিযানে মোঃ রুবেল (৩৫), স্থানীয় অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করা হয়। তিনি সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের নিকট অস্ত্র সরবরাহ করতেন।

পরে কুমিল্লা শহরের রেসকোর্স (পলাশী গলি) এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মোঃ আকিব হোসেন (২৯), মোঃ সাজ্জাদ হোসেন (৪৭) ও মোঃ শাহাদাত হোসেন (২৮) কে আটক করা হয়। অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আটকৃত ব্যক্তিদের তথ্যমতে, কিশোর গ্যাংয়ের আরও চার সদস্য মোঃ সাইফুল ইসলাম (১৯), মোঃ ইমরান হোসেন রতন (১৯), মোঃ মোজাহিদ (২১) এবং মোঃ রাফিউল আলম শফি (২০) কে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন অপরাধীকে আটক করা হয়, যিনি এই চক্রের সাথে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।