মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে মো: রাহাদ ও সুজন মৃধা নামের বহিরাগত দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৪ মে) দুপুরে উপজেলার বেগম সুফিয়া শওকত কলেজ কেন্দ্রে (এসএসসি ভেন্যু) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
তাদেরকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন অনুযায়ী দুটি মামলায় ৪শত টাকা জরিমানা এবং ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে বিকালে পুলিশি সহযোগিতায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। পাশাপাশি আশেপাশের সকলকে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, রবিবার এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত দুই যুবক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় পুলিশ সদস্য তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে। নকলের ব্যপারে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা বলেও তিনি জানান।
আরো দেখুন:You cannot copy content of this page