১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন কুমিল্লায় ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার কুমিল্লায় যুবককে হত্যার পর ৪ টুকরো, খাল থেকে ২ হাত উদ্ধার কুমিল্লায় বিয়েবাড়ির জিলিক বাতির বিদ্যুৎস্পর্শে শিশুর মর্মান্তিক মৃত্যু শিক্ষকতা শেষে সহকর্মী-শিক্ষার্থীদের ভালোবাসায় আপ্লুত কুমিল্লার স্বপন কুমার

কুমিল্লার রেলস্টেশনের দোকান নিয়ে দ্বন্দ্ব; দুই নারীকে কুপিয়ে আহত; ভিডিও ভাইরাল

  • তারিখ : ১০:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • 8

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী রেলস্টেশনের দোকান নিয়ে দ্বন্দ্বে দুই নারীকে কুপিয়ে আহত করেছে স্থানীয় ইউপি সদস্য আল মামুন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসী দল। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আহতরা কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেছেন।

আহতরা হলো ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর বাগড়া গ্রামের ওসমান গনির স্ত্রী শারমিন আক্তার ও রফিক মিয়ার স্ত্রী শিরিন আক্তার। আহতরা বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার বিবরণী জানা যায়, আহত শারমিন আক্তারের স্বামী ওসমান গনি ১৪ বছর ধরে সালদানদী রেলস্টেশনের দোকানে ব্যবসা করে আসছে। কিছুদিন পূর্বে তার স্বামী জীবিকার তাগিতে সৌদি আরবে যায়। এরপর থেকে ওই নারী দোকানটি পরিচালনা করে আসছিল। সম্প্রতি সময়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আল মামুন মিয়া তার দলবল নিয়ে ওই দোকানটি দখলের চেষ্টা চালায়৷ দোকানটি দখল করতে না পেরে ওই নারীর নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে।

ওই নারী টাকা দিতে অস্বীকার করায় গত ১৩ ই মে প্রথম দফা দোকানে হামলা চালিয়ে লুটপাট করে। এছাড়াও ১৫ দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশনা দিয়ে আসে।

ওই নারী দোকান না ছাড়ায় গত রবিবার ১ জুন বিকেলে দল-বল নিয়ে ইউপি সদস্য ওই নারীর উপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় শারমিন আক্তার ও শিরিন আক্তার কে কুপিয়ে মারাত্মকভাবে যখন করে। এছাড়াও দোকানে থাকা মালামাল লুট করে নিয়ে যায়।

আহতদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে প্রথমে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখেন চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আহত ওই নারী জানান, এখনো মেম্বারের লোকজন তাদেরকে হুমকি দিচ্ছে, মেম্বারের ভয়ে তারা এলাকায় যেতে পারছে না। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আল মামুন মিয়া জানান, ওই নারীর সাথে দোকান নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে, এ বিষয়ে তিনি আদালতে মামলাও করেছেন। তবে ওই নারীর উপর হামলা, মারধর ও লুটপাট এর সাথে তিনি জড়িত নন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন জানান, হামলা ও মারধরের ঘটনায় শারমিন আক্তার বাদী হয়ে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালতে মামলার আবেদন করেন। আদালতের বিচারক মমিনুল হক বিষয়টি আমলে নিয়ে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জকে মামলাটি রেকর্ড ভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

তবে এ বিষয়টি খোজ নিয়ে দেখবেন বলে জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল) মো. শাহিন।

কুমিল্লার রেলস্টেশনের দোকান নিয়ে দ্বন্দ্ব; দুই নারীকে কুপিয়ে আহত; ভিডিও ভাইরাল

তারিখ : ১০:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী রেলস্টেশনের দোকান নিয়ে দ্বন্দ্বে দুই নারীকে কুপিয়ে আহত করেছে স্থানীয় ইউপি সদস্য আল মামুন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসী দল। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আহতরা কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেছেন।

আহতরা হলো ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর বাগড়া গ্রামের ওসমান গনির স্ত্রী শারমিন আক্তার ও রফিক মিয়ার স্ত্রী শিরিন আক্তার। আহতরা বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার বিবরণী জানা যায়, আহত শারমিন আক্তারের স্বামী ওসমান গনি ১৪ বছর ধরে সালদানদী রেলস্টেশনের দোকানে ব্যবসা করে আসছে। কিছুদিন পূর্বে তার স্বামী জীবিকার তাগিতে সৌদি আরবে যায়। এরপর থেকে ওই নারী দোকানটি পরিচালনা করে আসছিল। সম্প্রতি সময়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আল মামুন মিয়া তার দলবল নিয়ে ওই দোকানটি দখলের চেষ্টা চালায়৷ দোকানটি দখল করতে না পেরে ওই নারীর নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে।

ওই নারী টাকা দিতে অস্বীকার করায় গত ১৩ ই মে প্রথম দফা দোকানে হামলা চালিয়ে লুটপাট করে। এছাড়াও ১৫ দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশনা দিয়ে আসে।

ওই নারী দোকান না ছাড়ায় গত রবিবার ১ জুন বিকেলে দল-বল নিয়ে ইউপি সদস্য ওই নারীর উপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় শারমিন আক্তার ও শিরিন আক্তার কে কুপিয়ে মারাত্মকভাবে যখন করে। এছাড়াও দোকানে থাকা মালামাল লুট করে নিয়ে যায়।

আহতদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে প্রথমে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখেন চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আহত ওই নারী জানান, এখনো মেম্বারের লোকজন তাদেরকে হুমকি দিচ্ছে, মেম্বারের ভয়ে তারা এলাকায় যেতে পারছে না। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আল মামুন মিয়া জানান, ওই নারীর সাথে দোকান নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে, এ বিষয়ে তিনি আদালতে মামলাও করেছেন। তবে ওই নারীর উপর হামলা, মারধর ও লুটপাট এর সাথে তিনি জড়িত নন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন জানান, হামলা ও মারধরের ঘটনায় শারমিন আক্তার বাদী হয়ে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালতে মামলার আবেদন করেন। আদালতের বিচারক মমিনুল হক বিষয়টি আমলে নিয়ে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জকে মামলাটি রেকর্ড ভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

তবে এ বিষয়টি খোজ নিয়ে দেখবেন বলে জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল) মো. শাহিন।