১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন কুমিল্লায় ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার কুমিল্লায় যুবককে হত্যার পর ৪ টুকরো, খাল থেকে ২ হাত উদ্ধার কুমিল্লায় বিয়েবাড়ির জিলিক বাতির বিদ্যুৎস্পর্শে শিশুর মর্মান্তিক মৃত্যু শিক্ষকতা শেষে সহকর্মী-শিক্ষার্থীদের ভালোবাসায় আপ্লুত কুমিল্লার স্বপন কুমার

কুমিল্লায় দেশীয় অস্ত্র, এয়ারসফট পিস্তল ওয়াকিটকিসহ ২ জন আটক

  • তারিখ : ১০:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • 33

নেকবর হোসেন।।
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেল ও মোহাম্মদ শরীফ নামের দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়। শনিবার (২১ই জুন) মধ্যরাতে সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, এয়ারসফট পিস্তল, ওয়াকিটকি সেট এবং মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর সেনাবাহিনী।

আটককৃতরা হলেন কুমিল্লা সদর দক্ষিন উপজেলার হারুনুর রশিদের ছেলে মো: রাসেল এবং একই উপজেলার ছোবহান মিয়ার ছেলে শরিফ।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুমিল্লা সদর সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। আটক করা হয় দুই দুষ্কৃতিকারীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি দেশীয় তৈরি দা, ২টি বড় ছুরি, ২টি ছোট ছুরি, ২টি এয়ারসফট পিস্তল, ৪টি ওয়াকিটকি সেট ও ৩টি মোবাইল ফোন।

সেনাবাহিনী আরো জানায়, আটক হওয়া ব্যক্তিরা এই এয়ারসফট পিস্তল ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত করত।আটককৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে । রাসেলের নামে ৩টি এবং শরীফের নামে ২টি মামলা রয়েছে বলে জানা যায়।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য তাদেরকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুমিল্লায় দেশীয় অস্ত্র, এয়ারসফট পিস্তল ওয়াকিটকিসহ ২ জন আটক

তারিখ : ১০:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেল ও মোহাম্মদ শরীফ নামের দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়। শনিবার (২১ই জুন) মধ্যরাতে সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, এয়ারসফট পিস্তল, ওয়াকিটকি সেট এবং মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর সেনাবাহিনী।

আটককৃতরা হলেন কুমিল্লা সদর দক্ষিন উপজেলার হারুনুর রশিদের ছেলে মো: রাসেল এবং একই উপজেলার ছোবহান মিয়ার ছেলে শরিফ।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুমিল্লা সদর সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। আটক করা হয় দুই দুষ্কৃতিকারীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি দেশীয় তৈরি দা, ২টি বড় ছুরি, ২টি ছোট ছুরি, ২টি এয়ারসফট পিস্তল, ৪টি ওয়াকিটকি সেট ও ৩টি মোবাইল ফোন।

সেনাবাহিনী আরো জানায়, আটক হওয়া ব্যক্তিরা এই এয়ারসফট পিস্তল ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত করত।আটককৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে । রাসেলের নামে ৩টি এবং শরীফের নামে ২টি মামলা রয়েছে বলে জানা যায়।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য তাদেরকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।