০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় রানী মা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদপত্র বিলিকারীদের মাঝে কম্বল বিতরণ দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত খাজা গরীব এ নেওয়াজ (রঃ) এর জন্মদিন উপলক্ষে মুরাদনগরে ওয়াজ ও দোয়া মাহফিল মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

কুমিল্লায় ৫২ লাখ টাকা ও সাড়ে তিন হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তফা গ্রেপ্তার

  • তারিখ : ০৭:৩১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 1133

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার চান্দিনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফা (৩০) গ্রেপ্তার হয়েছে। অভিযানে তার কাছ থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫২ লাখ ৮৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টায় চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের ভূঁইয়াপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে মোস্তফাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা দীর্ঘদিন ধরে চান্দিনা উপজেলাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন। ইয়াবা ব্যবসা করে রাতারাতি কোটিপতি হয়ে ওঠেন তিনি। তার অধীনে রয়েছে অর্ধশতাধিক খুচরা বিক্রেতা, যারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ইয়াবা বিক্রি করে। মাদকের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে ভয়ভীতি ও হুমকি দিতেন মোস্তফা।

সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম বলেন, “মোস্তফার বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর তার ওপর নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তাকে হাতেনাতে আটক করে এবং মাদক ও টাকাসহ চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

তিনি আরও বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

error: Content is protected !!

কুমিল্লায় ৫২ লাখ টাকা ও সাড়ে তিন হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তফা গ্রেপ্তার

তারিখ : ০৭:৩১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার চান্দিনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফা (৩০) গ্রেপ্তার হয়েছে। অভিযানে তার কাছ থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫২ লাখ ৮৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টায় চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের ভূঁইয়াপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে মোস্তফাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা দীর্ঘদিন ধরে চান্দিনা উপজেলাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন। ইয়াবা ব্যবসা করে রাতারাতি কোটিপতি হয়ে ওঠেন তিনি। তার অধীনে রয়েছে অর্ধশতাধিক খুচরা বিক্রেতা, যারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ইয়াবা বিক্রি করে। মাদকের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে ভয়ভীতি ও হুমকি দিতেন মোস্তফা।

সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম বলেন, “মোস্তফার বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর তার ওপর নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তাকে হাতেনাতে আটক করে এবং মাদক ও টাকাসহ চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

তিনি আরও বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”