০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

বাগমারায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইন-হাউজ প্রশিক্ষণ সম্পন্ন

  • তারিখ : ০৯:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 223

নেকবর হোসেন।।

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার বাগমারা উচ্চ বিদ্যালয় ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ শনিবার (২ আগস্ট) শেষ হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৯টায় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়। এতে প্রথম দিন প্রশিক্ষণ পরিচালনা করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) উপ-পরিচালক ড. মো. আয়েত আলী, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আক্তার হোসেন এবং বাগমারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম। প্রশিক্ষণের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের ৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মো. সুমন আহমেদ হানিফ।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনে সেশন পরিচালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও BEDU’র কোর ট্রেইনার গোলাম কিবরিয়া খোন্দকার এবং আইসিটি বিষয়ে জেলা মাস্টার ট্রেইনার রুবাইয়া সুলতানা।

প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক শিষ্টাচার, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, বিদ্যালয় ব্যবস্থাপনা, পাবলিক পরীক্ষা আইন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন বিষয়ে নানা দিক তুলে ধরা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক ড. মো. জাহাঙ্গীর হোসেন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের প্রোগ্রামার মো. আবদুর রউফ, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. গোলাম মহিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি কাজী আবুল হাছান, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির আহমদ, বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায়সহ দুই বিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষকরা।

বক্তারা বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। এই ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের শেখার পদ্ধতিকে সহজ ও কার্যকর করে তোলে।

error: Content is protected !!

বাগমারায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইন-হাউজ প্রশিক্ষণ সম্পন্ন

তারিখ : ০৯:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

নেকবর হোসেন।।

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার বাগমারা উচ্চ বিদ্যালয় ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ শনিবার (২ আগস্ট) শেষ হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৯টায় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়। এতে প্রথম দিন প্রশিক্ষণ পরিচালনা করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) উপ-পরিচালক ড. মো. আয়েত আলী, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আক্তার হোসেন এবং বাগমারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম। প্রশিক্ষণের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের ৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মো. সুমন আহমেদ হানিফ।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনে সেশন পরিচালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও BEDU’র কোর ট্রেইনার গোলাম কিবরিয়া খোন্দকার এবং আইসিটি বিষয়ে জেলা মাস্টার ট্রেইনার রুবাইয়া সুলতানা।

প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক শিষ্টাচার, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, বিদ্যালয় ব্যবস্থাপনা, পাবলিক পরীক্ষা আইন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন বিষয়ে নানা দিক তুলে ধরা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক ড. মো. জাহাঙ্গীর হোসেন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের প্রোগ্রামার মো. আবদুর রউফ, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. গোলাম মহিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি কাজী আবুল হাছান, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির আহমদ, বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায়সহ দুই বিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষকরা।

বক্তারা বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। এই ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের শেখার পদ্ধতিকে সহজ ও কার্যকর করে তোলে।