সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে “হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরাম”–এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা সাঈদ আলম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য মো. ইস্রাফিল, মো. ফয়সাল আহমেদ এবং চান্দেরচর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. শাহীন আহমেদ, সহ-সভাপতি সোহেল আহমেদ রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাছির, অর্থ সম্পাদক মো. নজরুল মমিন এবং কার্যকরী সদস্য রাকিব রায়হান, সাদেকুর রহমান, মো. রবিন, রাসেল আহমেদ ও সোহেল আহমেদ প্রমুখ।
এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে ৪০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। এর মধ্যে আম, জাম, পেয়ারা, কাঠবাদাম, জলপাই, অর্জুন ও নিমগাছ উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, “সবুজে বাঁচি, সুস্থ থাকি”—এই প্রত্যয়ে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়তেই এ উদ্যোগ।