০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

ছয় মাসেও দেশে ফিরল না কুমিল্লার প্রবাসী আকাশের মরদেহ

  • তারিখ : ১১:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 678

স্টাফ রিপোর্টার।।
বিদেশে পাড়ি জমিয়ে পরিবারের দুঃখ দূর করার স্বপ্ন ছিল নুর মোহাম্মদ আকাশের। কিন্তু সেই স্বপ্ন ছাই হয়ে গেছে আগুনে। মৃত্যুর ৬ মাস পেরিয়ে গেলেও সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আকাশের মরদেহ এখনো দেশে ফেরত আনতে পারেনি পরিবার।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আন্দিকোট ইউনিয়নের সোনারামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ আকাশ ২০২৪ সালের অক্টোবর মাসে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে জিয়াদ এলাকার একটি পেট্রল পাম্পে চাকরি করতেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঐ পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান আকাশ।

দুর্ঘটনার দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। পরিবার জানায়, আকাশের লাশ সৌদি আরবের জিয়াদ এলাকার একটি হাসপাতালে রাখা হয়েছে।

আকাশের মা সাহিদা বেগম ছেলের ছবি ও কাপড়চোপড় আঁকড়ে ধরে বিলাপ করছেন প্রতিদিন। কান্নায় ভারী হয়ে ওঠেছে সোনারামপুরের আকাশ।

মা বলেন, “আমার আকাশ আমার কষ্ট দূর করতে বিদেশ গেছিল। আমার কলিজা আমারে রাইখা চইলা গেছে। আপনারা আমার কলিজার লাশটা আইনা দেন, আমি তারে বুকে জড়াইয়া ধইরা মাটি দিমু, শান্তি পাইমু।”

আকাশের বাবা রফিকুল ইসলাম সরকার বলেন, “৯ মাস আগে আমার ছেলেটা বিদেশ গেছে। ৩ মাসের মধ্যে সে আগুনে পইড়া মারা গেছে। ৬ মাস হইল, লাশটা আনতে পারি নাই। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার ছেলের লাশটা দেশে আনার ব্যবস্থা করেন।”

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, “ঘটনাটি আমাকে আগে জানানো হয়নি। আজকে প্রথম জানলাম। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

error: Content is protected !!

ছয় মাসেও দেশে ফিরল না কুমিল্লার প্রবাসী আকাশের মরদেহ

তারিখ : ১১:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।
বিদেশে পাড়ি জমিয়ে পরিবারের দুঃখ দূর করার স্বপ্ন ছিল নুর মোহাম্মদ আকাশের। কিন্তু সেই স্বপ্ন ছাই হয়ে গেছে আগুনে। মৃত্যুর ৬ মাস পেরিয়ে গেলেও সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আকাশের মরদেহ এখনো দেশে ফেরত আনতে পারেনি পরিবার।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আন্দিকোট ইউনিয়নের সোনারামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ আকাশ ২০২৪ সালের অক্টোবর মাসে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে জিয়াদ এলাকার একটি পেট্রল পাম্পে চাকরি করতেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঐ পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান আকাশ।

দুর্ঘটনার দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। পরিবার জানায়, আকাশের লাশ সৌদি আরবের জিয়াদ এলাকার একটি হাসপাতালে রাখা হয়েছে।

আকাশের মা সাহিদা বেগম ছেলের ছবি ও কাপড়চোপড় আঁকড়ে ধরে বিলাপ করছেন প্রতিদিন। কান্নায় ভারী হয়ে ওঠেছে সোনারামপুরের আকাশ।

মা বলেন, “আমার আকাশ আমার কষ্ট দূর করতে বিদেশ গেছিল। আমার কলিজা আমারে রাইখা চইলা গেছে। আপনারা আমার কলিজার লাশটা আইনা দেন, আমি তারে বুকে জড়াইয়া ধইরা মাটি দিমু, শান্তি পাইমু।”

আকাশের বাবা রফিকুল ইসলাম সরকার বলেন, “৯ মাস আগে আমার ছেলেটা বিদেশ গেছে। ৩ মাসের মধ্যে সে আগুনে পইড়া মারা গেছে। ৬ মাস হইল, লাশটা আনতে পারি নাই। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার ছেলের লাশটা দেশে আনার ব্যবস্থা করেন।”

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, “ঘটনাটি আমাকে আগে জানানো হয়নি। আজকে প্রথম জানলাম। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”