১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন

শহিদ আব্দুল কাইয়ুমকে মরণোত্তর সম্মাননা দিলো কুবিসাস

  • তারিখ : ১০:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 391

বি এম ফয়সাল, কুবি
জুলাই গনঅভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

শুক্রবার ‘জুলাই গনঅভ্যুত্থান’ বিষয়ক বিশেষ সাময়িকী ‘রক্তিম জুলাই’ এর মোড়ক উন্মোচনে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আব্দুল কাইয়ুমের পক্ষ থেকে সম্মানা গ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এই সম্মাননা স্মারকটি তুলে দেন কুবিসাসের সভাপতি সাঈদ হাসান।

মরণোত্তর সম্মাননা প্রদানের বিষয়ে কুবিসাসের বর্তমান সভাপতি সাঈদ হাসান বলেন, আমরা শহীদকে ও তাদের ত্যাগকে ধারণ করি। সেই ধারণ করা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছি। এছাড়াও জুলাই গনঅভ্যুত্থান নিয়ে আমাদের করা বিশেষ সাময়িকী ‘রক্তিম জুলাই’ কুবির শহিদ আব্দুল কাইয়ুমসহ আন্দোলনে শহীদ হওয়া সাংবাদিকদের উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) মহা পরিচালক ফারুক ওয়াসিফ বলেন, শহীদদের শেষ নিশ্বাসে আমরা বেঁচে আছি। তাদের শেষ নিশ্বাস এই বাতাসে মিশে আছে, সেই নিশ্বাস আমরা গ্রহণ করি।

তিনি আরো বলেন, বাংলাদেশের সকল ছাত্রজনতা ও সাংবাদিকরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জুলাইয়ে সংবাদ সংগ্রহে গিয়ে রাষ্ট্রের সবচেয়ে বড় বাহিনীর কাছেও বাধার সম্মুখীন হয়েছেন সাংবাদিকরা। এই আন্দোলন হঠাৎ করে আসেনি, এটা শহীদদের আত্মত্যাগের ফল।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “জুলাই আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব আমাদের আশা জাগিয়েছে। সাংবাদিকদের উচিত সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করা।”

উল্লেখ্য, আব্দুল কাইয়ুম গত বছরের ৫ আগস্ট ঢাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে পরেরদিন তথা ৬ আগস্ট ঢাকায় অবস্থিত এনাম মেডিক্যালে মৃত্যুবরণ করেন।

শহিদ আব্দুল কাইয়ুমকে মরণোত্তর সম্মাননা দিলো কুবিসাস

তারিখ : ১০:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

বি এম ফয়সাল, কুবি
জুলাই গনঅভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

শুক্রবার ‘জুলাই গনঅভ্যুত্থান’ বিষয়ক বিশেষ সাময়িকী ‘রক্তিম জুলাই’ এর মোড়ক উন্মোচনে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আব্দুল কাইয়ুমের পক্ষ থেকে সম্মানা গ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এই সম্মাননা স্মারকটি তুলে দেন কুবিসাসের সভাপতি সাঈদ হাসান।

মরণোত্তর সম্মাননা প্রদানের বিষয়ে কুবিসাসের বর্তমান সভাপতি সাঈদ হাসান বলেন, আমরা শহীদকে ও তাদের ত্যাগকে ধারণ করি। সেই ধারণ করা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছি। এছাড়াও জুলাই গনঅভ্যুত্থান নিয়ে আমাদের করা বিশেষ সাময়িকী ‘রক্তিম জুলাই’ কুবির শহিদ আব্দুল কাইয়ুমসহ আন্দোলনে শহীদ হওয়া সাংবাদিকদের উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) মহা পরিচালক ফারুক ওয়াসিফ বলেন, শহীদদের শেষ নিশ্বাসে আমরা বেঁচে আছি। তাদের শেষ নিশ্বাস এই বাতাসে মিশে আছে, সেই নিশ্বাস আমরা গ্রহণ করি।

তিনি আরো বলেন, বাংলাদেশের সকল ছাত্রজনতা ও সাংবাদিকরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জুলাইয়ে সংবাদ সংগ্রহে গিয়ে রাষ্ট্রের সবচেয়ে বড় বাহিনীর কাছেও বাধার সম্মুখীন হয়েছেন সাংবাদিকরা। এই আন্দোলন হঠাৎ করে আসেনি, এটা শহীদদের আত্মত্যাগের ফল।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “জুলাই আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব আমাদের আশা জাগিয়েছে। সাংবাদিকদের উচিত সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করা।”

উল্লেখ্য, আব্দুল কাইয়ুম গত বছরের ৫ আগস্ট ঢাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে পরেরদিন তথা ৬ আগস্ট ঢাকায় অবস্থিত এনাম মেডিক্যালে মৃত্যুবরণ করেন।