শামীম রায়হান॥
জামায়েত ইসলাম চায় এমন একটি সমাজ যে সমাজে কোন বৈষম্য থাকবেনা বলেছেন, জামায়েত ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা উত্তর জেলা জামায়েত ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মতিন৷
শুক্রবার (১৫ আগষ্ট) বিকালে দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের হলরুমে পৌরসভার ৪নং ওয়ার্ড (তুজারভাঙ্গা -উত্তর সতান্দী)এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক আব্দুল মতিন আরো বলেন,জামায়েত ইসলামী বাংলাদেশ এদেশে ইসলাম ও ন্যায় প্রতিষ্ঠা করতে চায়৷অন্যায় ছেড়ে দেন,দুনীর্তি ছেড়ে দেন,মানুষের উপর জুলুম ছেড়ে দেন,অবিচার ও লুটপাট ছেড়ে দেন,মনে রাখবেন যে আল্লাহকে ভয় করে সে কোন খারাপ কাজে জড়িত হতে পারে না৷
জসিম উদ্দীন মাহমুদের সঞ্চালনায় ও পৌরসভা জামায়েত ইসলামী আমীর আবুল কাশেম প্রধানিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা জামায়েত ইসলামী আমীর মনিরুজ্জামান বাহলুল, আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, পৌর জামায়েত ইসলামী সেক্রেটারি মো.শাহজাহান তালুকদার।
এছাড়া আরও বক্তব্য রাখেন তিতাস উপজেলা জামায়েত ইসলামী আমীর শামীম সরকার, বুড়িচং উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ও কুমিল্লা জেলা যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম,মাওলানা মতিউর রহমান, ৯ নং ওয়ার্ডের জামায়েত ইসলামীর সভাপতি বিল্লাল মিয়াজী,পৌর যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকার, সাধারণ সম্পাদক তৌফিক রুবেল,মাওলানা আবু জাফর,মোহাম্মদ আব্দুল্লাহ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফজলে হক।