মাহফুজ নান্টু।।
শ্যামল মায়ার সৌন্দর্য্যঘেরা গোমতীপাড়ের বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন হবে। সে লক্ষ্য চলছে বর্ণাঢ্য প্রস্তুতি।
শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এর আগে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় এ্যালমনাই এসোসিয়েশন গঠন করা হয়।
সভায় জানানো হয়, চলতি বছর ২৬ ডিসেম্বর বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে হীরক জয়ন্তী উদযাপন করা হবে। সে লক্ষ্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। দেশে এবং দেশের বাইরে অবস্থানরত বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নিবন্ধন করার জন্য আহবান জানিয়েছেন অনুষ্ঠানের আহবায়ক মোঃ জসিম উদ্দিন হেলাল)।
সভায় আরো জানানো হয়, গেলো ১ জুন থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। সাবেক শিক্ষার্থীরা প্রতিজন ১ হাজার ও বর্তমান শিক্ষার্থী ৫শ টাকা এবং পরিবারের প্রতি সদস্যদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে সকালে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।