০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অনিয়মের কারণে দুই হাসপাতাল বন্ধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ কুমিল্লায় প্রতিবেশীকে হাসপাতালে দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় যুবক নিহত ‎ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল স্কাপসহ গ্রেপ্তার-১ ‎ব্রাহ্মণপাড়ায় মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্যে বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুমিল্লায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু ব্রাহ্মণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দুই যুবককে পিটিয়ে আহত দাউদকান্দি মডেল থানার ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী আটক কুমিল্লায় তেলে ওজন কম; পেট্রোল পাম্পে অভিযান জরিমানা আদায়

ব্রাহ্মণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দুই যুবককে পিটিয়ে আহত

  • তারিখ : ১১:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 260

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় মাসুদ (১৮) ও ইসরাফিল (১৭) নামে দুই যুবককে মারধর করেছে স্থানীয় বখাটেরা। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার হুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— বলাখাল গ্রামের আক্কাস মিয়ার ছেলে মোঃ মাসুদ ও ইউনুস মিয়ার ছেলে ইসরাফিল। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এলাকাবাসী জানায়, সীমান্তবর্তী বলাখাল গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় নেই। তাই ওই এলাকার ছেলেমেয়েরা পাশের চান্দলা করিম বক্স হাইস্কুলে যাতায়াত করে। এ সুযোগে হুড়ারপাড় গ্রামের কিছু বখাটে যুবক প্রায়ই স্কুলগামী মেয়েদের উত্যক্ত করে ও অশালীন অঙ্গভঙ্গি করে থাকে। এ বিষয়ে বলাখালের লোকজন একাধিকবার স্থানীয় সাহেব সর্দারদের কাছে বিচার দিলেও বখাটেরা ক্ষিপ্ত হয়ে বলাখালের তরুণদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে।

ঘটনার দিন দুপুরে চান্দলা বাজার থেকে বাড়ি ফেরার পথে হুড়ারপাড় মসজিদের সামনে পৌঁছালে বখাটেরা মাসুদ ও ইসরাফিলের গতিরোধ করে। এরপর অটোরিকশা থেকে নামিয়ে ৮/১০ জন যুবক তাদের এলোপাতাড়ি মারধর করে আহত করে।

হামলাকারীদের মধ্যে রয়েছেন— হুড়ারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে সাগর, তার ভাই হৃদয় ও সুমন, হোসেন মিয়ার ছেলে ইব্রাহিম, লিমন মিয়ার ছেলে সাইফুল, সাদেক মিয়ার ছেলে সাদ্দাপ এবং নাছির ও কামরুলসহ আরও কয়েকজন।

এ ঘটনায় আহত মাসুদের বাবা আক্কাস মিয়া বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ব্রাহ্মণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দুই যুবককে পিটিয়ে আহত

তারিখ : ১১:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় মাসুদ (১৮) ও ইসরাফিল (১৭) নামে দুই যুবককে মারধর করেছে স্থানীয় বখাটেরা। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার হুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— বলাখাল গ্রামের আক্কাস মিয়ার ছেলে মোঃ মাসুদ ও ইউনুস মিয়ার ছেলে ইসরাফিল। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এলাকাবাসী জানায়, সীমান্তবর্তী বলাখাল গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় নেই। তাই ওই এলাকার ছেলেমেয়েরা পাশের চান্দলা করিম বক্স হাইস্কুলে যাতায়াত করে। এ সুযোগে হুড়ারপাড় গ্রামের কিছু বখাটে যুবক প্রায়ই স্কুলগামী মেয়েদের উত্যক্ত করে ও অশালীন অঙ্গভঙ্গি করে থাকে। এ বিষয়ে বলাখালের লোকজন একাধিকবার স্থানীয় সাহেব সর্দারদের কাছে বিচার দিলেও বখাটেরা ক্ষিপ্ত হয়ে বলাখালের তরুণদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে।

ঘটনার দিন দুপুরে চান্দলা বাজার থেকে বাড়ি ফেরার পথে হুড়ারপাড় মসজিদের সামনে পৌঁছালে বখাটেরা মাসুদ ও ইসরাফিলের গতিরোধ করে। এরপর অটোরিকশা থেকে নামিয়ে ৮/১০ জন যুবক তাদের এলোপাতাড়ি মারধর করে আহত করে।

হামলাকারীদের মধ্যে রয়েছেন— হুড়ারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে সাগর, তার ভাই হৃদয় ও সুমন, হোসেন মিয়ার ছেলে ইব্রাহিম, লিমন মিয়ার ছেলে সাইফুল, সাদেক মিয়ার ছেলে সাদ্দাপ এবং নাছির ও কামরুলসহ আরও কয়েকজন।

এ ঘটনায় আহত মাসুদের বাবা আক্কাস মিয়া বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।