০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় রানী মা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদপত্র বিলিকারীদের মাঝে কম্বল বিতরণ দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত খাজা গরীব এ নেওয়াজ (রঃ) এর জন্মদিন উপলক্ষে মুরাদনগরে ওয়াজ ও দোয়া মাহফিল মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

কুমিল্লায় ‘আল-বারাকা’ বাসের চাপায় ‘পাপিয়া’ বাসের হেলপার নিহত

  • তারিখ : ০৫:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 1518

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে নিয়ন্ত্রণ হারানো অপর একটি বাসের ধাক্কায় চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন হেলাল (২২) নামে এক হেলপার। শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চান্দিনা-বাগুর বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পরিবহন প্রতিষ্ঠান পাপিয়া সার্ভিস বাসের হেলপার হিসেবে কাজ করতেন। অল্প বয়সেই সংসারের হাল ধরেছিলেন তিনি। হঠাৎ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী জুয়েল ওসমান জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আসা পাপিয়া সার্ভিসের একটি বাস চান্দিনা-বাগুর স্টেশনে থেমে যাত্রী উঠানামা করছিল। হেলাল তখন বাসের সামনে দাঁড়িয়ে যাত্রী ডাকছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আল-বারাকা পরিবহনের একটি বাস হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়।

নিয়ন্ত্রণহীন বাসটি প্রথমে একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে দেয়। এরপর সেটি পাপিয়া সার্ভিসের বাসের পেছনে ধাক্কা মারে। তীব্র ধাক্কায় পাপিয়া সার্ভিসের বাসটি সামনের আরেকটি বাসের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে দুই বাসের ফাঁদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন হেলাল। তবে ভ্যানচালকসহ অন্য কোনো যাত্রী হতাহত হয়নি।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম চৌধুরী বলেন, “আল-বারাকা পরিবহনের বাসটির ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় পাপিয়া সার্ভিসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাকবলিত দুটি বাস উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

নিহত হেলালের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়রা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হেলাল। অল্প বয়সেই জীবিকার তাগিদে পরিবহন শ্রমিকের কাজ নেন তিনি। তার মৃত্যুর খবরে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

error: Content is protected !!

কুমিল্লায় ‘আল-বারাকা’ বাসের চাপায় ‘পাপিয়া’ বাসের হেলপার নিহত

তারিখ : ০৫:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে নিয়ন্ত্রণ হারানো অপর একটি বাসের ধাক্কায় চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন হেলাল (২২) নামে এক হেলপার। শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চান্দিনা-বাগুর বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পরিবহন প্রতিষ্ঠান পাপিয়া সার্ভিস বাসের হেলপার হিসেবে কাজ করতেন। অল্প বয়সেই সংসারের হাল ধরেছিলেন তিনি। হঠাৎ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী জুয়েল ওসমান জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আসা পাপিয়া সার্ভিসের একটি বাস চান্দিনা-বাগুর স্টেশনে থেমে যাত্রী উঠানামা করছিল। হেলাল তখন বাসের সামনে দাঁড়িয়ে যাত্রী ডাকছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আল-বারাকা পরিবহনের একটি বাস হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়।

নিয়ন্ত্রণহীন বাসটি প্রথমে একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে দেয়। এরপর সেটি পাপিয়া সার্ভিসের বাসের পেছনে ধাক্কা মারে। তীব্র ধাক্কায় পাপিয়া সার্ভিসের বাসটি সামনের আরেকটি বাসের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে দুই বাসের ফাঁদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন হেলাল। তবে ভ্যানচালকসহ অন্য কোনো যাত্রী হতাহত হয়নি।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম চৌধুরী বলেন, “আল-বারাকা পরিবহনের বাসটির ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় পাপিয়া সার্ভিসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাকবলিত দুটি বাস উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

নিহত হেলালের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়রা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হেলাল। অল্প বয়সেই জীবিকার তাগিদে পরিবহন শ্রমিকের কাজ নেন তিনি। তার মৃত্যুর খবরে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।