০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

“যারা পিআর পদ্ধতি চায় না’ তারা দেশের মঙ্গল চায় না” – সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

  • তারিখ : ১০:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 406

শামীম রায়হান।।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “যারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায় না তারা দেশের মঙ্গল চায় না।”

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, দেশের রাজনীতিতে বারবার মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় বসে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে।

চরমোনাই পীর বলেন, “আমাদের সন্তান সোহাগকে পাথর মেরে হত্যা করে তার লাশের উপর নৃত্য করা হয়েছে। অফিস ভাড়া চাওয়ায় নারায়ণগঞ্জে মালিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিজেদের দ্বন্দ্বে শত শত মানুষ খুন হয়েছে। এমনকি কেন্দ্রীয় নেতারাও তাদের কাছে নিরাপদ নন।”

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অবিশ্বাস জানিয়ে তিনি আরও বলেন, “তাদের আচরণ প্রমাণ করেছে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা যেনতেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় যেতে দেব না। আবু সাইদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। পিআর পদ্ধতির মাধ্যমেই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব।”

সভায় সভাপতিত্ব করেন জনসমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মুফতি তফাজ্জল হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা পশ্চিম জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, হোমনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুল হক, তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি সাইদ আহমেদ সরকার, মাওলানা মো. ইব্রাহিম ও পৌর শাখা সভাপতি রহমত উল্লা আশেকী প্রমুখ।

error: Content is protected !!

“যারা পিআর পদ্ধতি চায় না’ তারা দেশের মঙ্গল চায় না” – সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

তারিখ : ১০:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

শামীম রায়হান।।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “যারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায় না তারা দেশের মঙ্গল চায় না।”

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, দেশের রাজনীতিতে বারবার মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় বসে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে।

চরমোনাই পীর বলেন, “আমাদের সন্তান সোহাগকে পাথর মেরে হত্যা করে তার লাশের উপর নৃত্য করা হয়েছে। অফিস ভাড়া চাওয়ায় নারায়ণগঞ্জে মালিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিজেদের দ্বন্দ্বে শত শত মানুষ খুন হয়েছে। এমনকি কেন্দ্রীয় নেতারাও তাদের কাছে নিরাপদ নন।”

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অবিশ্বাস জানিয়ে তিনি আরও বলেন, “তাদের আচরণ প্রমাণ করেছে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা যেনতেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় যেতে দেব না। আবু সাইদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। পিআর পদ্ধতির মাধ্যমেই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব।”

সভায় সভাপতিত্ব করেন জনসমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মুফতি তফাজ্জল হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা পশ্চিম জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, হোমনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুল হক, তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি সাইদ আহমেদ সরকার, মাওলানা মো. ইব্রাহিম ও পৌর শাখা সভাপতি রহমত উল্লা আশেকী প্রমুখ।