০২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন আলোচনায় ড. মোবারক হোসাইন ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই কুমিল্লা গড়তে চাই- এবি পার্টি নেতা স্থপতি তানভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিল লাল সবুজ বুড়িচংয়ে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার দাবিতে স্মারকলিপি মুরাদনগরে গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণ দাউদকান্দিতে ৩০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট বৃত্তি প্রদান

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল

  • তারিখ : ০৯:২৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 232

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সাবেক হাইওয়ে থানার সামনে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিসান মিয়াজী এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ফয়সাল সরকার,কুমিল্লা উত্তর- যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেদোয়ান শাকিল,গণঅধিকার পরিষদ দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামিম আহম্মেদসহ অন্যরা।

বক্তারা বলেন, “ভিপি নুর দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই করছেন। তার ওপর ন্যাক্কারজনক হামলা গণতন্ত্র ও জনগণের কণ্ঠরোধের শামিল। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

বিক্ষোভ মিছিলে উপজেলা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

error: Content is protected !!

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল

তারিখ : ০৯:২৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সাবেক হাইওয়ে থানার সামনে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিসান মিয়াজী এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ফয়সাল সরকার,কুমিল্লা উত্তর- যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেদোয়ান শাকিল,গণঅধিকার পরিষদ দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামিম আহম্মেদসহ অন্যরা।

বক্তারা বলেন, “ভিপি নুর দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই করছেন। তার ওপর ন্যাক্কারজনক হামলা গণতন্ত্র ও জনগণের কণ্ঠরোধের শামিল। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

বিক্ষোভ মিছিলে উপজেলা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।