০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা

দাউদকান্দিতে ৩০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • তারিখ : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 449

শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে মধ্য বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় দিবা শাখার ১৫ জন ও প্রভাতি শাখার ১৫ জন শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ মামুন সরকারের সঞ্চালণায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসীউদ্দিন আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, পরিদর্শক (তদন্ত) সামছুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ।

বক্তারা তাদের বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী আব্রাহাম সাজিদ বলেন, “আজকের এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে শিক্ষক-অভিভাবক ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে চাই।”

অপরদিকে ৭ম শ্রেণির ছাত্রী রামিছা আনজুম “আমরা শুধু পরীক্ষায় ভালো ফল করব না, ভবিষ্যতে সৎ ও যোগ্য নাগরিক হয়ে দেশকে গড়ে তুলতে চাই। বিদ্যালয় আমাদের জন্য যে সুযোগ দিয়েছে, তা আমরা কাজে লাগাবো।”
অনুষ্ঠান শেষে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার দিবা শাখার ১৫ জন ও প্রভাতি শাখার ১৫ জন শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।

এহসানুল হক সরকার মেধাবৃত্তির আওতায় মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়া হয়। সংগঠনটি প্রধান পৃষ্ঠপোষক ফারাজ সরকার।

error: Content is protected !!

দাউদকান্দিতে ৩০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তারিখ : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে মধ্য বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় দিবা শাখার ১৫ জন ও প্রভাতি শাখার ১৫ জন শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ মামুন সরকারের সঞ্চালণায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসীউদ্দিন আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, পরিদর্শক (তদন্ত) সামছুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ।

বক্তারা তাদের বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী আব্রাহাম সাজিদ বলেন, “আজকের এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে শিক্ষক-অভিভাবক ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে চাই।”

অপরদিকে ৭ম শ্রেণির ছাত্রী রামিছা আনজুম “আমরা শুধু পরীক্ষায় ভালো ফল করব না, ভবিষ্যতে সৎ ও যোগ্য নাগরিক হয়ে দেশকে গড়ে তুলতে চাই। বিদ্যালয় আমাদের জন্য যে সুযোগ দিয়েছে, তা আমরা কাজে লাগাবো।”
অনুষ্ঠান শেষে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার দিবা শাখার ১৫ জন ও প্রভাতি শাখার ১৫ জন শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।

এহসানুল হক সরকার মেধাবৃত্তির আওতায় মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়া হয়। সংগঠনটি প্রধান পৃষ্ঠপোষক ফারাজ সরকার।